×

খেলা

৯ মে নিলামে উঠবে তৈয়বের জার্সি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ মে ২০২০, ০৫:১১ পিএম

৯ মে নিলামে উঠবে তৈয়বের জার্সি

জার্সি

করোনার ক্রান্তিকালে আমাদের দেশে ক্রীড়াবিদরা যে যার মতন অসহায়দের পাশে এসে দাঁড়িয়েছেন। এমনকি গরীব অসহায়দের সাহায্যের জন্য নিজেদের ব্যবহার করা খেলার সরঞ্জাম নিলামে তুলতেও দ্বিধাবোধ করেননি ক্রীড়াবিদরা। রেফারি তৈয়ব হাসানও তেমনই একজন। ২০১৩ সালে সাফের ফাইনালে রেফারি হিসেবে বাঁশি বাজানো ম্যাচটির জার্সি নিলামে তুলতে যাচ্ছেন তিনি। অবশেষে চূড়ান্ত হয়েছে বাংলাদেশের সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসানের জার্সি নিলামের সময়সূচি। আগামী ৯ মে রাত সাড়ে ১০টায় অনলাইনে নিলাম শুরু হবে। নিলাম পরিচালনায় দায়িত্বে থাকছে অকশন ফোর অ্যাকশন। তৈয়ব হাসান ২০১৩ সালে কাঠমান্ডুতে সাফ ফুটবলের ফাইনাল পরিচালনা করেন যে জার্সিটি পরে সেটিই নিলামে উঠছে। সেবারই প্রথম দক্ষিণ এশিয়ার কোনো রেফারি সাফ ফুটবলের ফাইনাল পরিচালনা করেন। সে দিক থেকে তৈয়ব হাসানের এই জার্সিটির আলাদা একট গুরুত্ব রয়েছে। গত ২১ এপ্রিল জার্সিটি নিলামে তোলার ঘোষণার পর সাতক্ষীরার ব্যবসায়ী শেখ তানজিম কালাম ২ লাখ টাকা দাম হাঁকান। পরে সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাছিম ফারুক খান ৫ লাখ ৫৫ হাজার টাকা দাম বলেন। চূড়ান্ত নিলামে যত টাকাই দাম উঠুক পুরোটাই করোনাভাইরাসে ক্ষতিগ্রস্থ দুস্থ মানুষদের সাহায্যার্থে দেয়া হবে। এ বিষয়ে গণমাধ্যমে রেফারি তৈয়ব হাসান বলেন, 'জার্সিটি নিলামে তোলার ঘোষণার পর দেশ-বিদেশ থেকে ভালো সাড়া পেয়েছি। এরই মধ্যে সাতক্ষীরার দুজন ব্যবসায়ী এটি কিনতে চেয়েছেন। এশিয়ার কয়েকজন রেফারি এবং এর সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই উদ্যােগকে স্বাগত জানিয়ে আমাকে বার্তা পাঠিয়েছেন। আশা করছি ৯ মে রাতে জার্সিটি ভালো মূল্যেই আমরা বিক্রি করতে পারব।' তৈয়ব ১৯৯৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন। এএফসির এলিট প্যানেলে ছিলেন টানা ১০ বছর। দীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ারে শতাধিক আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করার অভিজ্ঞতা আছে তার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App