×

জাতীয়

লকডাউনের ব্যাপারে পরামর্শ দেবে টেকনিক্যাল কমিটি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ মে ২০২০, ০৫:৩৮ পিএম

দেশব্যাপি চলমান লক ডাউন কতদিন থাকবে, একই সাথে ঈদে শপিংমল, দোকানপাট বন্ধ রাখা হবে কিনা এসব বিষয়ে সরকারকে পরামর্শ দেবে করোনা জাতীয় টেকনিক্যাল কমিটি। সরকার তাদের মতামত অবশ্যই গুরুত্বের সাথে বিবেচনা করবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গতকাল মঙ্গলবার টেকনিক্যাাল কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের এই সব কথা বলেন। বিকেলে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, জাতীয় টেকনিক্যাল কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লাহসহ অনান্য সদস্যরা। সভায় অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লাহ নন-কোভিট রোগীদের যাতে ভোগান্তি না হয় সে ব্যাপারে সরকারকে পরামর্শ দিয়েছেন। নন-কোভিট হাসপাতালের সুযোগ-সুবিধা বাড়ানো, নমুনা পরীক্ষায় বেশি সময় নষ্ট না করা, প্রথম পরীক্ষায় আক্রান্ত ব্যক্তির নেগেটিভ ফলাফল এলে তাকে দ্বিতীয়বার পরীক্ষা করতে সময় ক্ষেপন হয় এবং বেড অকুপেশন থাকে বলেও তিনি জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App