×

খেলা

জিম্বাবুয়ের ক্রিকেট মৌসুম বাতিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ মে ২০২০, ০৬:২৩ পিএম

করোনা ভাইরাসের কারণে সব খেলা বন্ধ। ক্রিকেটে এর প্রভাব আগেই পড়েছে। নামিদামি ক্রিকেট বোর্ডগুলো হিমশিম খাচ্ছে লোকসান এড়াতে। এমন পরিস্থিতিতে করোনা ভাইরাসের কারণে ২০১৯-২০ সালের ক্রিকেট মৌসুম বাতিল করে দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। যার ফলে ঘরোয়া ক্রিকেটের প্রথম শ্রেণি কিংবা লিস্ট ‘এ’- কোন টুর্নামেন্টেরই চ্যাম্পিয়ন দলের নামও ঘোষণা করা হবে না। গত ১৮ মার্চ থেকে বন্ধ ছিল জিম্বাবুয়ের সবধরনের ক্রিকেট। পরে ৩০ মার্চ থেকে লকডাউনে চলে যায় পুরো জিম্বাবুয়েই। যা প্রাথমিকভাবে ছিল ৩ মে পর্যন্ত। তবে সেটি বাড়িয়ে দেয়া হয়েছে আরও দুই সপ্তাহ। তাই এমতাবস্থায় ক্রিকেট মৌসুম পুনরায় শুরু করার চিন্তা বাদ দিয়েছে জিম্বাবুয়ে। ক্রিকেট স্থগিত হওয়ার আগে প্রথম শ্রেণির টুর্নামেন্টে ইগলস এবং লিস্ট ‘এ’তে শীর্ষে ছিল টাস্কার্স। তবে দুই টুর্নামেন্টের কোনটিতেই সমানসংখ্যক ম্যাচ খেলেনি সব দল। যার ফলে চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা করে দেয়াটা ন্যায়বিচার মনে করেনি জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। বোর্ডের ক্রিকেট পরিচালক হ্যামিল্টন মাসাকাদজা বলেছেন, ‘আমরা ইতোমধ্যে মৌসুম শেষ করার দিকেই ছিলাম। তবে দেশের বর্তমান অবস্থা বিবেচনা করে আমাদের মনে হয়েছে, শিগগিরই এখানে ক্রিকেট শুরু করা হয় সম্ভবপর হবে না। তাই জরুরি ভিত্তিতে ২০১৯-২০ মৌসুম বাতিল করে দেয়া হয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App