×

সারাদেশ

করোনা আক্রান্ত কৃষক পরিবারের ধান কেটে দিল যুবলীগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ মে ২০২০, ০২:৩৩ পিএম

করোনা আক্রান্ত কৃষক পরিবারের ধান কেটে দিল যুবলীগ
এবার করোনা আক্রান্ত এক কৃষক পরিবারের জমির পাকা ধান কেটে বাড়িতে দিয়ে আসে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা যুবলীগ। মঙ্গলবার (৫ মে) সকালে উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক আব্দুল মমিন বাবুল, পৌর যুবলীগ সভাপতি মনির খাঁন ও উপজেলা যুবলীগ নেতা ইকবাল হাসান, উত্তর ইউনিয়ন যুবলীগ সভাপতি জামাল ভূইয়া, সাধারণ সস্পাদক হাণিফ রানার নেতৃত্বে যুবলীগ নেতাকর্মীরা ওই কৃষকের জমির পাকা ধান কেটে দেয়। পরে মাড়াই দিয়ে সেই ধান কৃষকের বাড়িতে পৌছে দেয়। জানা যায়, উপজেলার উত্তর ইউনিয়নের আমোদাবাদ গ্রামের একটি পরিবারের দুই সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়। পরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে সুস্থ হয়ে তারা বাড়িতে ফিরে আসলেও শ্রমিক সংকটের কারণে জমির পাকা ধান নিয়ে পরিবারটি বিপাকে পড়ে। খবর পেয়ে উপজেলা যুবলীগের নেতাকর্মীরা ওই পরিবারটির পাশে গিয়ে দাঁড়ায় ও তার ৩০ শতাংশ একটি জমির সব ধান কেটে দেয়। পরে নেতাকর্মীরা সেই ধান বাড়িতে পৌছে দেয়। উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক আব্দুল মমিন বাবুল বলেন, করোনা ভাইরাসের কারণে পরিবারটি অনেকটা সামাজিক ভাবে বিচ্ছন্ন হয়ে পড়ে। শ্রমিক সংকটের কারণে তারা জমির ধানও কাটতে পারছিলনা। পরে আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে তার জমির সব ফসল কেটে ঘরে তুলে দিয়ে আসি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App