×

অর্থনীতি

বাজেট ঘোষণা ১১ জুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ মে ২০২০, ০৩:০৮ পিএম

আগামী ২০২০-২০২১ অর্থবছরের জন্য বাজেট উত্থাপন হবে আগামী ১১ জুন। আর এ বাজেট উত্থাপনের জন্য প্রস্তুতি নিচ্ছে অর্থমন্ত্রণালয়। নতুন অর্থবছরের আয়-ব্যয়ের সরকারি হিসাব বিবরণী বা ২০২০-২০২১ অর্থবছরের বাজেট আগামী ১১ জুন জাতীয় সংসদের উত্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এর আগে সংসদে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট অনুমোদন দেয়া হবে। প্রতিবছরই বাজেট পেশ করার পূর্বে মন্ত্রিসভার অনুমোদন গ্রহণের সুবিধার্থে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার বৈঠক আয়োজন করা হয় এবং রাষ্ট্রপতির সুপারিশ গ্রহণের সুবিধার্থে সংসদ ভবনে তার উপস্থিতির ব্যবস্থা গ্রহণ করা হয়। এবারও তাই হতে যাচ্ছে।

তবে করোনার কারনে বাজেটের আকার কত হবে সেবিষয়ে এখনো চুড়ান্ত হয়নি, এটি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রীসহ সংশ্লিষ্টদের করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে বৈঠক হবার কথা রয়েছে। বিষয়টি জাতীয় সংসদ সচিবালয় ও অর্থমন্ত্রনালয় সূত্রে জানা গেছে।

এর আগে রাষ্টপতি জুনের প্রথমে বাজেট আধিবেশন আহ্বান করবেন। বাজেটটি ৩০ জুনের মধ্যে পাশ করার নিয়ম, যা ১ জুলাই থেকে কার্যকর হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App