×

খেলা

লাবুশানের জন্য ২০১৯ স্পেশাল একটা বছর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ মে ২০২০, ০৫:২৩ পিএম

লাবুশানের জন্য ২০১৯ স্পেশাল একটা বছর

অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার লাবুশানে

করোনা ভাইরাসের কারণে সব খেলা বন্ধ। ক্রিকেটে এর প্রভাব অনেক আগেই পড়েছে। যেহেতু খেলা ও অনুশীলন নেই তাই ঘরে বসে গত বছরের স্মৃতি ভাবছেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার লাবুশানে। ২০১৯ সালটি ছিল তার জন্য শ্রেষ্ঠ বছর।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার মনে হয় এই সময়ের (করোনায়) অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, বসে চিন্তা করা যাচ্ছে (গতবছর) কী ঘটেছিল। গত বছরটা আমার জন্য সত্যিই স্পেশাল একটা বছর ছিল। এ বিষয়ে কোন সন্দেহ নেই। যেভাবে কিছু জিনিস ঘটেছিল, তা সত্যিই দারুণ।’

নিজের ভালো পারফরম্যান্সের জন্য খুশি হলেও উন্নতির জায়গা দেখছেন লাবুশানে। তিনি বলেন, ‘সবকিছু ভেবে এখন হয়তো খুশি হওয়া যায়, গর্ব করা যায়। তবে এরপর আমাকে চিন্তা করতে হবে কীভাবে আরেকটু ভালো করা যায়। মাঠের ভেতরের ও বাইরের কোন কোন জায়গাগুলোতে কাজ করা যায় আরও ভালো কিছু করার জন্য।’

গত অ্যাশেজের শুরুর দিকে মূল একাদশে জায়গা হয়নি। দলের অন্যতম সেরা ব্যাটসম্যান স্টিভেন স্মিথ মাথায় আঘাত পেলেন। তার বদলে ইতিহাসের প্রথম কনকাশন সাব হয়ে নামলেন লাবুশেন। এরপর আর পেছনে তাকাতে হয়নি তাকে। ব্যাট হাতে রানের ফোয়ারা ছুটিয়ে একাদশে নিজের জায়গাটা পাকা করে নিয়েছেন তিনি।

সবশেষ ৯ টেস্টের ১৫ ইনিংসে ৪ সেঞ্চুরি ও ৭ ফিফটিতে ১২৪৯ রান করা এই ব্যাটসম্যান আরও বলেন, ‘যখন আপনি একটা মৌসুম খেলে ফেলবেন, সেটা যেকোন পর্যায়েই হোক না কেন- মানুষ তখন আপনার সম্পর্কে জানবে, কীভাবে আপনি খেলেন সেটা জানবে। তখন তারা আপনার সম্পর্কে আরও গবেষণা করে, আপনার খেলাটাকে আরও ভালোভাবে বুঝে মাঠে নামবে। আপনাকেও বুঝতে হবে তারা কী করতে চাচ্ছে, আপনার দুর্বল জায়গাগুলো কোথায়, আপনার শক্তির জায়গা কোনটা, সেগুলোকে কীভাবে আরও উন্নত করা যায়। অবশ্যই চেষ্টা চালিয়ে যেতে হবে এবং পরের ধাপে পৌঁছাতে হবে।’

টেস্টের পাশাপাশি ওয়ানডেতেও ভালো করতে চান লাবুশেন। এই ফরম্যাটে দেখছেন উন্নতির জায়গা, ‘সবকিছুতেই উন্নতির জায়গা আছে। ওয়ানডেতে ইনিংসের শেষদিকে ব্যাটিংয়ের ক্ষেত্রে আমাকে আরও ভালো করতে হবে। এই ফরম্যাটে বাউন্ডারি খুবই গুরুত্বপূর্ণ। ওয়ানডের সৌন্দর্য এটা। আপনি যেখানে আছেন, সেটা নিয়ে সন্তুষ্ট হওয়া যাবে না। অবশ্যই চাইলে খুশি হতে পারেন, কিন্তু এটাও মনে রাখতে হবে আরও ভালো করতে হবে। আপনার সর্বোচ্চটা বের করতে নিজেকে সবসময় তাতিয়ে রাখতে হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App