×

খেলা

বার্সায় ফিরতে বেতনও কমাতে রাজি নেইমার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ মে ২০২০, ০৭:১৯ পিএম

করোনা ভাইরাসের কারণে কয়েকদিন আগে পিএসজির সকল খেলোয়াড়ের কাছে বেতন কম নেয়ার জন্য অনুরোধ করেছিল নেইমারের ফরাসি ক্লাব পিএসজি। তবে ক্লাবের সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন সর্বোচ্চ বেতন পাওয়া নেইমারসহ বেশিরভাগ খেলোয়াড়। নেইমার পিএসজির কাছ থেকে প্রতি সপ্তাহে ৬ লাখ ইউরো নেন।

তবে পিএসসিকে না বলে দিলেও ফের বার্সেলোনায় ফিরতে নিজের বেতন কমানোর জন্যও রাজি আছেন নেইমার। এমনই খবর জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্ডো দি পোরতিভো। আর সেটি ১০ বা ২০ ভাগ কম নয় একদম ৫০ ভাগ কম। মানে তিনি যদি বার্সায় ফেরেন তাহলে প্রতি সপ্তাহে ৩ লাখ ইউরো নেবেন। তবে এজন্য তিনি ফেরার ব্যপারে নিশ্চয়তা চান।

২০১৭ সালে রেকর্ড প্রায় ২০০ মিলিয়ন ইউরোতে বার্সা ছেড়ে পিএসজিতে পাড়ি জমিয়েছিলেন নেইমার। কিন্তু এক মৌসুম ঘুরতে না ঘুরতেই আবার বার্সায় ফেরার জন্য ব্যাকুল হয়ে উঠেন তিনি। আর তিনি আবার নিজের স্বপ্নের ক্লাব বার্সায় ফেরার জন্য কতোটা মরিয়া হয়ে পরেছেন তা তার এই বেতন কম নেয়ার চিন্তাই প্রমান করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App