×

আন্তর্জাতিক

করোনায় ১ লাখ আমেরিকানের মৃত্যু হতে পারে

Icon

nakib

প্রকাশ: ০৪ মে ২০২০, ০১:৩৩ পিএম

করোনা ভাইরাসে মৃত্যুর মিছিল বাড়তে থাকায় যুক্তারাষ্ট্রে প্রায় ১ লাখ মানুষের মৃত্যু হবে বলে ধারণা করছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার (৩ মে) তিনি এখন এ কথা বিশ্বাস করেন বলে জানান যদিও প্রথমে তিনি করোনা ভাইরাসেকে সাধারণ ফ্লু হিসেবে আখ্যায়িত করেছিলেন। এছাড়া বছরের শেষে একটি ভ্যাকসিন বাজারে আসবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

যুক্তরাষ্ট্রে ইতোমধ্যে ১১ লাখ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছের এবং মৃত্যু হয়েছে প্রায় ৬৭ হাজার মানুষের। এ পরিস্থিতিতে দেশটিতে ব্যবসা, শিক্ষা-প্রতিষ্ঠান সামাজিক কার্যক্রম বন্ধ রয়েছে। এ অবস্থা থেকে মুক্তি পেতে এ বছরের শেষের দিকে একটি ভ্যাসিসিন বাজারে আসবে বলেও আশা করেন তিনি। যদিও ডা. এন্থনি ফাউসি সহ অনেক চিকিৎসা বিশেষজ্ঞ মনে করেন ভ্যাকসিন আসতে ১২ মাক থেকে ১৮ মাস সময় লাগতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App