×

আন্তর্জাতিক

উহানের ল্যাব থেকেই করোনা এসেছে: মার্কিন বিদেশসচিব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ মে ২০২০, ০৭:০৩ পিএম

উহানের ল্যাব থেকেই করোনা এসেছে: মার্কিন বিদেশসচিব

উহান ল্যাব

করোনাভাইরাসের উৎপত্তি কীভাবে? বাদুড় জাতীয় প্রাণী থেকে নাকি চীনের ল্যাব থেকে? সে বিষয়ে রবিবার (৩ এপ্রিল) মার্কিন বিদেশসচিব মাইক পম্পি দাবি করেছেন, চীনের উহান প্রদেশের ল্যাবরেটরি থেকেই যে করোনাভাইরাস এসেছে এবং তার ভুরিভুরি প্রমাণ আছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের শুরু থেকেই করোনা বিষয়ে বেইজিংকে নিশানা করে আছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাকে ‘চাইনিজ ভাইরাস’ বলেও কটাক্ষ করেছিলেন। ট্রাম্প তার দেশের গুপ্তচরদের দায়িত্ব দিয়েছেন কোথা থেকে এই ভাইরাস এল তার উৎস খুঁজে বের করতে।

সারা বিশ্বে এই ভাইরাস ছড়িয়ে পড়ার ফলে আক্রান্ত হয়েছেন প্রায় ৩৫ লক্ষ মানুষ। মৃত্যু পৌঁছে গিয়েছে আড়াই লক্ষের কাছাকাছি।

গত বছরের শেষে থেকে চিনে করোনা সংক্রমণ শুরু হয়। মার্কিন বিদেশসচিবের দাবি, চীনে যত মানুষ আক্রান্ত হয়েছে এবং যত মানুষের মৃত্যু হয়েছে সেই তথ্য নির্লজ্জভাবে গোপন করেছে বেইজিং। তিনি বলেন, ভাইরাসটি জেনেটিক্যালি ল্যাবে তৈরি হয়েছে কিনা তা খুঁজে বের করতে মার্কিন গোয়েন্দারা কাজ করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App