×

সাহিত্য

অধ্যাপক মুনতাসীর মামুনের অবস্থা স্থিতিশীল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ মে ২০২০, ০২:০১ পিএম

মুগদা জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বিশিষ্ট ইতিহাসবিদ ও অধ্যাপক মুনতাসীর মামুন। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও ঝুঁকি মুক্ত নন বলে জানিয়েছেন সেখানকার চিকিৎসকরা। তাকে জটিল রোগী হিসেবে চিহ্নিত করে চিকিৎসা দেয়া হচ্ছে। সোমবার (৪ মে) হাসপাতালের চিকিৎসকের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়।

এ বিষয়ে হাসপাতালে সহকারী অধ্যাপক ডা. মাহবুবুর রহমান কচি বলেন, নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার চিকিৎসা চলছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. মুনতাসীর মামুন রাজধানীর মুগদা হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার (৩ মে) সন্ধ্যা ৬টার পর তাকে ভর্তি করা হয় বলে তিনি নিজেই ভোরের কাগজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, পরীক্ষায় তার করোনাভাইরাস নেগেটিভ ধরা পড়েছে। তবে তিনি কিছু খেতে পারছেন না এবং দুর্বল অনুভব করছেন। জ্বর কমছে না। এ জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন।

মুনতাসীর মামুন আরো বলেন, তিনি শারীরিক অসুস্থতা নিয়ে মুগদা হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে তার করোনা হয়নি। অসুস্থতার জন্য বেশি কথা বলতে পারছেন না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App