করোনা পরিস্থিতিতে সংকটে আছে পৃথিবীর সবচেয়ে বেশি মানুষকে লকডাউনে রাখা ভারত। ১৩০ কোটি মানুষ ঘরবন্দী আছেন। এ সময় দেশটির দুঃস্থ-অসহায়দের জন্য ত্রাণ সংগ্রহে নেমেছে বলিউড। দেশটির সকল তারকারা একসাথে এগিয়ে এসেছে। বিনা পারিশ্রমিকে কেউ গাইছেন গান, কেউ পড়ছেন কবিতা। সবটাই লাইভে। তাই নিছকই শখে গান গাননি শাহরুখ। এর পিছনে রয়েছে মহৎ এক উদ্দেশ্য।
আর এই লাইভ কনসার্টের নাম রাখা হয়েছে ‘আই ফর ইন্ডিয়া’। এই কনসার্টের জন্যই গান গাইলেন কিং খান। সালমান খান আগেই গেয়ে ফেলেছেন। এ বার সেই তালিকায় নাম লেখালেন শাহরুখ খান। বাদশা’র কম্পোজিশনে প্রকাশ্যে এসআরকে’র গান ‘সব সহি হো জায়েগা’।
স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় গানের কথায় নিজেই নিজেকে নিয়ে মজা করতে ছাড়েননি শাহরুখ। “সময় এতটাই খারাপ চলছে যে এসআরকে’কেও গান গাইতে হচ্ছে’ — বলছেন তিনি। গানটির বাড়তি পাওনা আব্রাম খানের ‘গেস্ট অ্যাপিয়ারেন্স’।
https://twitter.com/iamsrk
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।