করোনায় আক্রান্ত হয়েছেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এম এম হারুন অর রশিদ ও তার স্ত্রী। শুক্রবার আইইডিসিআর থেকে নমুনা সংগ্রহের পর শনিবার রাতে রিপোর্ট পজিটিভ এসেছে। বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন হারুন অর রশিদ ও তার স্ত্রী।
এম এম হারুন অর রশিদ করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি স্বীকার করে গণমাধ্যমকে জানিয়েছেন, কয়েকদিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন। তিনি দিন সাতেক আগে সবশেষে অফিস করেছেন।
এদিকে, বিটিভি মহাপরিচালকের সংস্পর্শে আসা সহকর্মীসহ অন্যদের কোয়ারেন্টিনে পাঠানোর উদ্যোগ নেয়া হচ্ছে। এম এম হারুন অর রশিদ জানিয়েছেন, তার মেয়েরাও নমুনা পরীক্ষা করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।