×

সারাদেশ

হাটহাজারীতে অবৈধ উপায়ে টিসিবির তেল বিক্রি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ মে ২০২০, ১১:৩৯ এএম

হাটহাজারীতে অবৈধ উপায়ে টিসিবির তেল বিক্রি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারীতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সয়াবিন তেল বিক্রির আগে লেবেল খুলেও শেষ রক্ষা হয়নি দুই মুদির দোকানদারের। অবৈধভাবে তেল বিক্রির দায়ে ওই দুই দোকানিকে হাতেনাতে ধরেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হাটহাজারী ইউএনও রুহুল আমিন।

শনিবার (২ মে) উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া বাজার এলাকায় দুই মুদির দোকানে অভিযান চালিয়ে লেবেলবিহীন ১২লিটার টিসিবির সয়াবিন তেল জব্দ করা হয়। টিসিবির পণ্য অবৈধভাবে বিক্রির দায়ে দুই দোকানদারকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও রুহুল আমিন বলেন, প্রতিদিনের ন্যয় বাজার মনিটরিংকালে দুই মুদির দোকান থেকে লেবেলবিহীন ১২লিটার সয়াবিন তেল জব্দ করা হয় এবং মূল্য তালিকা না থাকায় দোকানীকে সতর্ক করে দেয়া হয়। টিসিবির পণ্য এভাবে বিক্রয় দন্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকান্ডে যারা জড়িত তাদের বিরুদ্ধে উপজেলার প্রশাসনের পক্ষ হতে অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, এর আগেও হাটহাজারী উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে টিসিবির ২৯৭ লিটার সয়াবিন তেল জব্দ করে উপজেলা প্রশাসন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App