×

রাজধানী

রাজধানীতে সেলুনে এসি বিস্ফোরণে দুইজনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ মে ২০২০, ১১:৫৮ এএম

রাজধানীতে সেলুনে এসি বিস্ফোরণে দুইজনের মৃত্যু

শেখ হাসিনা বার্ন ইনিস্টিটিউট।

রাজধানীর নয়া পল্টনে একটি সেলুনে সাটার বন্ধ করে চুলদাড়ি কাটার সময় এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণে ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। এরা হলেন চুল কাটাতে যাওয়া রাসেল (২৮) ও পথচারী শাহআলম (৫০)

পল্টন থানার উপ পরিদশর্ক (এসআই) কাজী আশরাফুল হক তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নয়া পল্টন থানার ৪৪ নং "স্টাইল জোন" নামে সেলুনের মালিক কালাম (৪০) বুধবার দিবাগত রাত ৯টার দিকে দোকানের সাটার বন্ধ করে ভিতরে রাসেল নামের ওই যুবকের চুলদাড়ি কাটছিলেন। তখন দোকানের ভিতর থাকা এসি বিকট শব্দর বিস্ফিরণ হয়। এতে দোকানের ভিতর সব ঝলসে যায় ও বিস্ফোরণে দোকানের সাটার ভেঙে রাস্তায় গিয়ে পড়ে। এতে রাস্তা দিয়া হেটে যাওয়া পথচারী শাহ আলম সহ তারা ৩জন দগ্ধ হয়।

পরে খবর পেয়ে তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনিস্টিটিউটে ভর্তি করা হয়। তাদের তিন জনের অবস্থায়ই আশঙ্কাজনক ছিলো। চিকিৎসাধী রাসেল শুক্রবার দিবাগত রাতে ও শাহ আলম শনিবার দুপুরে মারা যায়। তাদের শরীরের প্রায় ৪০ থেকে ৭০ শতাংশ দগ্ধ হয়েছিলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App