×

জাতীয়

যশোরের আদালতে সাংবাদিক কাজল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ মে ২০২০, ০১:৫৭ পিএম

যশোরের আদালতে সাংবাদিক কাজল

সাংবাদিক শফিকুল ইসলাম কাজল

বেনাপোলের সাদিপুর সীমান্ত থেকে উদ্ধার সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের নামে অবৈধ অনুপ্রবেশ আইনে একটি মামলা করেছে বিজিবি। এই মামলায় তাকে যশোরের আদালতে পাঠিয়েছে বেনাপোল বন্দর থানা পুলিশ ।

রবিবার (৩ মে) সকালে বেনাপোলের রঘুনাথপুর বিজিবি ক্যাম্প তার বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের আইনে মামলা দিয়ে বেনাপোল থানায় সোপর্দ করে। এর পরিপ্রেক্ষিতে দুপুর সাড়ে ১২টার দিকে তাকে যশোরের আদালতে পাঠানো হয়েছে।

বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মামুন খান জানান, সাংবাদিক কাজলকে রঘুনাথপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করে। অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে তারা মামলা দিয়ে থানায় হস্তান্তর করে। ওই মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ৯ মার্চ মানবজমিন সম্পাদক মতিউর রহমান ও শফিকুল ইসলাম কাজলসহ ৩২ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে শেরে বাংলা নগর থানায় মামলা দায়ের করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শেখর। পরদিন ১০ই মার্চ থেকে নিখোঁজ রয়েছেন সাংবাদিক কাজল।তিনি ঢাকা থেকে প্রকাশিত পক্ষকাল ম্যাগাজিনের সম্পাদক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App