×

জাতীয়

মুক্তি পেলেন ১৭০ কারাবন্দি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ মে ২০২০, ১১:২৪ এএম

করোনা ভাইরাসের সংক্রমণের কারণে দেশের কারাগারগুলোতে কয়েদির সংখ্যা কমাতে উদ্যোগ নিয়েছে সরকার। সারাদেশের লঘুদণ্ডে দণ্ডিত তালিকাভুক্ত দুই হাজার ৮ শত ৮৪ জন কয়েদির তালিকা করেছে সরকার। এদের মধ্যে শনিবার (২ মে) প্রথম দফায় মুক্তি পেয়েছে ১৭০ জন কয়েদি। বাকিদের পর্যায়ক্রমে মুক্তি দেয়া হবে। এদের মধ্যে রাতে ঢাকা জেল থেকে মুক্তি পেলেন ৬ জন সাজাপ্রাপ্ত কয়েদি। বিষয়টি জানিয়েছেন জেলার মাহবুবুল ইসলাম।

কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, বর্তমানে দেশের কারাগারগুলোতে প্রায় ৯০ হাজার কারাবন্দি রয়েছে। লঘুদণ্ডে দণ্ডিত দুই হাজার ৮৮৪ জনের তালিকা করা হয়েছে। তাদের কারাদণ্ড মাফ করে মুক্তি দেয়া হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App