×

খেলা

তিনবার আত্মহত্যা করতে চেয়েছিলেন শামি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ মে ২০২০, ০৮:৩৫ পিএম

তিনবার আত্মহত্যা করতে চেয়েছিলেন শামি

মোহাম্মদ শামি

ভারতের বোলিং আক্রমণে নতুন মাত্রা যোগ করা পেসার মোহাম্মদ শামি তিনবার আত্মহত্যার কথা চিন্তা করেছিলেন। চোটে পড়ে, পারিবারিক ঝামেলায় জড়িয়ে জীবন থেকে মুক্তি চেয়েছিলেন তিনি। রোহিত শর্মার সঙ্গে ভিডিও আলাপে মনের সেই গোপন কথা ফাঁস করলেন কলকাতার অবাঙালি এই ক্রিকেটার। ২ মে (শনিবার) ইন্সটাগ্রাম লাইভে এ তথ্য জানিয়েছেন খোদ শামিই।

ক্রিকেটের তিন ফরমেটেই ভারতীয় দলের অপরিহার্য হয়ে উঠেছেন। অথচ এই মোহাম্মদ শামি তিনবার আত্মহত্যার কথা ভেবেছিলেন। শামি বলেন, ‘২০১৫ বিশ্বকাপে আমি চোট পেয়েছিলাম। ১৮ মাস লেগেছিল পুরোপুরি সুস্থ হয়ে ফিরতে। ওটা আমার জীবনের সব চেয়ে যন্ত্রণার সময়।প্রচন্ড চাপের মধ্যে দিয়ে যেতাম। এরপরে খেলায় ফিরতেই ব্যক্তিগত সমস্যায় জড়িয়ে পড়ি। ওই সময় পরিবারের অন্য সদস্যদের পাশে না পেলে হয়তো ফিরে আসতে পারতাম না।’

ক্যারিয়ারের শুরুর দিকে মোহাম্মদ শামি ছিলেন চোট জর্জর। তবে ২০১৮ সালের মাঝপথে অস্ট্রেলিয়া সিরিজ থেকে নিয়মিত খেলছেন তিনি। বোলিং অ্যাকশনে সামান্য পরিবর্তন এনে, রানিং কমিয়ে চোট থেকেও মুক্তি পেয়েছেন আবার বলেও বেড়েছে গড়ি। কিন্তু এরই মাঝে জড়িয়ে পড়েন ব্যক্তিগত সমস্যায়। বছর দুই আগে স্ত্রী হাসিন জাহানের সঙ্গে বিরোধ শুরু হয় তার। থানা-পুলিশ থেকে আদালত পর্যন্ত গড়ায় সে মামলা।

সেই সময়ের অভিজ্ঞতা তুলে ধরে রোহিতকে ভারতীয় পেসার শামি বলেন, ‘আমরা তখন ২৪ তলায় থাকি। আমার পরিবার সবসময় ভয়ে থাকত, আমি না আবার বারান্দায় গিয়ে লাফিয়ে পড়ি। আমার ভাই তখন অনেক সাহায্য করেছে। আমার কয়েকজন বন্ধু ২৪ ঘণ্টা আমার সাথে থাকত। এক মুহূর্ত আমাকে একা ছাড়া হতো না। আমি মানসিকভাবে ভালো ছিলাম না। কিন্তু পরিবার আমার পাশে থেকেছে। পরিবার পাশে থাকলে যেকোন পরিস্থিতি সামলানো সম্ভব। ওই সময় আমার পরিবার সঙ্গে না থাকলে খারাপ কিছু করে ফেলতে পারতাম। পরিবারকে তাই ধন্যবাদ দিতে চাই।'

পরিবার এবং বন্ধুবান্ধবদের সার্বক্ষণিক সহায়তায় সেই খারাপ সময় কাটিয়ে পুনরায় ক্রিকেট মনোযোগ দিতে পেরেছেন এ ডানহাতি পেসার। ‘বাবা-মা আমাকে সবকিছু দূরে সরিয়ে ক্রিকেটে মনোযোগ দিতে বলতেন। এরপরই আমি দেহরাদুনে একটি একাডেমিতে ঘাম ঝরাতে শুরু করি।’

শামির পরিবারের যত্নের ফলেই নতুনভাবে সবকিছু শুরু করেন শামি । কঠোর পরিশ্রমে ফিটনেস, ফর্ম সবই ফিরে পান। এখন তো ভারতের বোলিং বিভাগের অন্যতম সেরা অস্ত্র তিনি। ভারতের হয়ে ৪৭ টেস্টে ১৮০ উইকেট, ৭৭ ওয়ানডেতে ১৪৪ ও ১১ টি-টোয়েন্টিতে ১২ উইকেট নিয়েছেন শামি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App