×

আন্তর্জাতিক

এবার আমেরিকাকে নিয়ে চীনের ঠাট্টা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ মে ২০২০, ১১:৫৯ পিএম

এবার আমেরিকাকে নিয়ে চীনের ঠাট্টা

অ্যানিমেশন

করোনায় মৃত্যু মিছিল দেখছে গোটা বিশ্ব। আর করোনায় সবচেয়ে বেশি বিপর্যস্ত শক্তিশালী আমেরিকা। সেখানে মৃত্যু ৭০ হাজার ছুঁই, আক্রান্ত অসংখ্য। এই পরিস্থিতিতে চীনকে বারবার কাঠগড়ায় তুলেছে আমেরিকা।

করোনাকে 'চীনা ভাইরাস' আখ্যা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের কাছে ক্ষতিপূরণের দাবিও জানিয়েছেন। যদিও চীন বরাবরই সেই দাবি নাকোচ করে দিয়েছে। এবার অ্যামিনেশনের মাধ্যমে সেই চীনই আমেরিকাকে নিয়ে হাসিঠাট্টার পর্যায়ে চলে গেল।

চীনের দাবি, বারবার সতর্ক করা সত্বেও করোনা নিয়ে কোনও সতর্কতাই নেয়নি আমেরিকা। সামান্য একটি ফ্লু বলে উপেক্ষা করেছে করোনাকে। সেই বিষয়টি বোঝাতেই এবার অ্যানিমেশন তৈরি করল চীন। তাতে দেখা যাচ্ছে, চীনের তরফে আমেরিকার 'স্ট্যাচু অফ লিবার্টি'কে জানানো হচ্ছে, 'আমরা একটা ভাইরাস আবিষ্কার করেছি।'

[embed]https://www.youtube.com/watch?v=bK3cIoXccr8[/embed]

আমেরিকার বিখ্যাত সেই স্থাপত্য উত্তর দিচ্ছে, 'এটা তো সামান্য একটা ফ্লু।' এমনকী চীনের করোনা-যোদ্ধারা বারবার সতর্ক করলেও মাস্ক পরা বা লকডাউনের মতো বিষয়গুলিকে 'বর্বরোচিত' বলছে আমেরিকা। শেষে যখন করোনায় বিপর্যস্ত হয়ে পড়ছে আমেরিকা, তখন চীনকে নিশানা করছে 'স্ট্যাচু অফ লিবার্টি'। তথ্য গোপনের অভিযোগ তুলছে। ভিডিওটির শেষে দেখা যাচ্ছে, 'স্ট্যাচু অফ লিবার্টি’ জ্বরে লাল হয়ে যাচ্ছে। তবুও বলছে, 'আমরাই ঠিক ছিলাম।'

এক মিনিট ৪৬ সেকেন্ডের ওই ভিডিওটির নাম দেয়া হয়েছে, 'ওয়ানস আপন অ্যা ভাইরাস'! এই অ্যানিমেশন ভিডিও যে চীন-আমেরিকা সংঘাতে নতুন মাত্রা যোগ করবে, তা বলা বাহুল্য।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App