×

খেলা

আশরাফুলের ব্যাটের ভিত্তিমূল্য ৮ লাখ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ মে ২০২০, ০৯:২০ পিএম

আশরাফুলের ব্যাটের ভিত্তিমূল্য ৮ লাখ

আশরাফুলের ঐতিহাসিক ব্যাট

অনেক ক্রিকেটার, ফুটবলার, শ্যুটার, রেফারি আন্তরিকতার সঙ্গে নিজ নিজ অবস্থান থেকে করোনা আক্রান্ত ও ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়িয়েছেন। তারই ধারাবাহিকতায় এগিয়ে এসেছেন লিটল মাস্টার খ্যাত ব্যাটিং জিনিয়াস মোহাম্মদ আশরাফুল। ২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ জেতানো সেঞ্চুরি করা ব্যাটটি নিলামে তোলার সিদ্ধান্ত নেন আশরাফুল। নিলামের দিনক্ষণ এখনো নির্ধারিত না হলেও ব্যাটের ভিত্তিমূল্য চ‚ড়ান্ত করেছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তার কার্ডিফ মহাকাব্যের ব্যাটটি কিনতে হলে সর্বনিম্ন ৮ লাখ টাকা গুনতে হবে। শুরুতে ১৫ লাখ ভিত্তিমূল্যের কথা ভাবলেও, পরে এটি ৮ লাখ করার সিদ্ধান্ত নিয়েছেন আশরাফুল। ৩ মে (রবিবার) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আশরাফুল জানিয়েছেন, ‘আমার কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করা ব্যাটের ফ্লোর প্রাইস (ভিত্তিমূল্য) ঠিক করেছি ৮ লাখ টাকা। আশা করছি এখান থেকে আরও বেশি দাম উঠবে।’

এদিকে ভিত্তিমূল্য নির্ধারণে বিলম্ব হওয়ার কারণেই মূলত আশরাফুলের ব্যাটের নিলাম অন্তত তিনদিন পিছিয়ে যাচ্ছে। অকশন ফোর অ্যাকশনের অন্যতম সমন্বয়কারী আরিফ আর হোসেন বরাতে জানা গেছে, প্রথমে কথা ছিল ৮ মে হবে মোহাম্মদ আশরাফুলের ব্যাটের নিলাম। কিন্তু এখন সেটা পিছিয়ে যাচ্ছে। তিনি আরও জানান, বর্তমান প্রেক্ষাপটে হয়তো আশরাফুলের ব্যাটের নিলাম ১২ মে’র আগে সম্ভব নাও হতে পারে। সবচেয়ে বড় কথা, আশরাফুল তার ব্যাটের ভিত্তিমূল্য চ‚ড়ান্ত করে আমাদের জানাননি। যদি আগামী কয়েকদিনের ভেতর আমরা তা জেনে যাই, তবে ১২ মে আশরাফুলের ব্যাটের নিলাম হয়ে যাবে। আশরাফুলের পাশাপাশি দেশের ফুটবল অঙ্গনের প্রয়াত ‘কিং ব্যাক মোনেম মুন্নার’ জার্সি নিলামের সিদ্ধান্ত নিয়েছেন তার স্ত্রী, এছাড়াও ফিফা ব্যাজধারী রেফারি তৈয়ব হাসান বাবুও নিজের ঐতিহাসিক এক জার্সি নিলামের ঘোষণা দিয়েছেন। তাদের দুজনের সামগ্রী নিলামে তোলা হবে আগামী ৮ মে (শনিবার)। যে কারণে ওইদিন আশরাফুলের ব্যাটের নিলাম সম্ভব হচ্ছে না। আর এসব নিলামের সকল কিছুর আয়োজন করা হচ্ছে সাকিবের ব্যাট নিলামে তোলা প্রতিষ্ঠান অকশন ফর অ্যাকশন পেজের মাধ্যমে।

সবার আগে জাতীয় দলের ২৭ ক্রিকেটার করোনায় আক্রান্ত ও ক্ষতিগ্রস্থদের জন্য নিজেদের অর্ধেক মাসের বেতন দিয়েছেন। এর বাইরে সাবেক অধিনায়ক আকরাম খান, নাইমুর রহমান দুর্জয়, মাশরাফি বিন মর্তুজা, বর্তমান ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, সাকিব আল হাসান, টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, ক্রিকেটার নাজমুল অপুসহ আরও অনেকে নগদ অর্থ সাহায্যের পাশাপাশি খাদ্য ও প্রয়োজনীয় পণ্যসামগ্রী সরবরাহ করেছেন। কারও কারও সাহায্য অব্যাহতও রয়েছে। এর পাশাপাশি নিজের ক্যারিয়ারের সেরা সাফল্যের স্মৃতিস্মারক নিলামে তুলে সেই অর্থ করোনা আক্রান্তদের মাঝে বিতরণের ঘোষণাও এসেছে পচুর। সবার আগে সেই নিলাম সেড়ে ফেলেছেন সাকিব আল হাসান। বিশ্ব সেরা এ অলরাউন্ডার যে ব্যাট দিয়ে বিশ্বকাপ মাতিয়েছেন, জোড়া সেঞ্চুরির সঙ্গে ৫ হাফসেঞ্চুরিতে ৬০৬ রান করে সাড়া জাগিয়েছিলেন, সেই ঐতিহাসিব ব্যাট এরই মধ্যে নিলামে বিক্রি করে দিয়েছেন সাকিব। ডিজিটাল নিলামে তা ২০ লাখ টাকায় কিনে নিয়েছেন সৈয়দ ইমতিয়াজ রাজিব নামের এক প্রবাসী বাংলাদেশি।

এরপর পরই নিজের সাফল্যের স্মারক ব্যাট ও অন্যান্য স্মরণীয় স্মারক নিলাম করার ঘোষণা দিয়েছেন অনেক ক্রীড়াবিদ। সেই তালিকা বেশ লম্বা। দেশের ক্রিকেটের অন্যতম সেরা তারকা মুশফিকুর রহিম যে ব্যাট দিয়ে ক্যারিয়ারে ডাবল সেঞ্চুরি করেছিলেন, সেই ব্যাট নিলামে তোলার ঘোষণা দিয়েছেন বেশ আগেই। এছাড়াও তরুণ ক্রিকেটারদের মধ্যে সৌম্য সরকার ও লিটন দাস তাদের একটি ব্যাট এবং ডানহাতি পেসার তাসকিন আহমেদ তার হ্যাটট্রিক করা বলটি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App