×

খেলা

আগুয়েরোর সাফল্যের পেছনে ভাত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ মে ২০২০, ০৬:২৩ পিএম

আগুয়েরোর সাফল্যের পেছনে ভাত

আগুয়েরো

ভাত খেলে ফুটবল খেলা যায় না। ভাত শরীর ভারি করে ফেলে এমন হাজারটা কথা শোনা যায়। তবে আর্জেন্টিনা ও ম্যানসিটি ফরোয়ার্ড সার্জিও আগুয়েরো জানিয়েছেন নিয়মিত ভাত ও সাথে মুরগি খাওয়াই তাকে গত কয়েক বছর ধরে ওজন ধরে রাখতে ও মাঠে সাফল্য পেতে সহায়তা করেছে। আগুয়েরো আরো জানিয়েছেন বর্তমানে তার সবচেয়ে পছন্দের খাবার হলো ভাত।

টিওয়াইসি স্পোর্টসের সঙ্গে এক আলাপচারিতায় আগুয়েরো জানিয়েছেন তিনি আগে বেশিরভাগ সময় বারবি কিউ ও আর্জেন্টাইন স্টিক খেতেন। আর এর ফলে তার ওজন বেড়ে যাচ্ছিল। যার প্রভাব পড়ছিল মাঠের খেলায়। এনিয়ে তিনি চিন্তাতেও পরে গিয়েছিলেন। তো একদিন অনলাইনে এক ইতালিয়ান ডাক্তারের সঙ্গে তার এ নিয়ে আলোচনা হয়। তখন সে ডাক্তার তাকে তার খাদ্যভাস্যের কথা জিজ্ঞেস করে। যখন তিনি জানান তিনি নিয়মিত বারবি কিউ খান। তখন সেই ডাক্তার তাকে তার অভ্যাস পরিবর্তন করার কথা বলে। আর খাওয়ার মেন্যুতে নিয়মিত পরিমাণমতো ভাত ও মুরগি যোগ করতে বলেন।

আগুয়েরো ম্যানসিটিতে যোগ দেন ২০১১ সালে। শোনা যায় ২০১৬ সালে বর্তমান কোচ পেপ গার্দিওলা যখন দায়িত্ব নেন। তখন গার্দিওলা আগুয়েরোকে শুধুমাত্র ওজনের কারণে বাদ দিতে চেয়েছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App