×

জাতীয়

৮ মে থেকে বিমান চলাচল শুরু করতে চায় বেবিচক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ মে ২০২০, ০৬:৫৬ পিএম

করোনা পরিস্থিতির মধ্যেই বিশেষ ব্যবস্থায় ফ্লাইট চালানোর প্রস্তুতি নিতে বিমান সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এ জন্য একটি গাইড লাইনও জারি করেছে তারা। সরকারি অনুমতি মিললে আগামী ৮ মে থেকে দেশে সীমিত পরিসরে বিমান চলাচল শুরু হতে পারে। বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, দেশে করোনা পরিস্থিতির উন্নতি হলে বা সরকারের অনুমতি পাওয়া গেলে আমরা আগামী ৮ মে থেকে বিমান চলাচল শুরু করতে চাই। তবে সেটি হবে সীমিত পরিসরে এবং প্রয়োজনীয় শর্তপূরণ সাপেক্ষে। আমরা এয়ারলাইনস এবং বিমানবন্দরগুলোকে এ ব্যাপারে প্রস্তুতি নিতে বলেছি। তবে এ ক্ষেত্রে এয়ারপোর্ট এবং বিমান সংস্থাকে কিছু বিধিনিষেধ দেয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, এসবের মধ্যে রয়েছে, উড়োজাহাজ উড্ডয়ন ও অবতরণের পর পুরো উড়োজাহাজ, প্রত্যেকটি আসন সংক্রমণমুক্ত করতে হবে। দূরত্ব বাজায় রাখতে অন্তত ৩০ শতাংশ আসন খালি রাখতে হবে। প্রত্যেকটা যাত্রীকে নতুন মাস্ক ও গ্লাভস সরবরাহ করতে হবে। ইনফ্লাইট খাওয়া-দাওয়া বন্ধ রাখা, বিমানবন্দরে সামাজিক দূরত্ব নিশ্চিত করা ইত্যাদি। একটি প্লেন যাওয়ার ৪৫ মিনিট পর পরবর্তী প্লেনের যাত্রী আসবে। এগুলো বাস্তবায়নের জন্য বিস্তারিত নীতিমাল করা হয়েছে বলে জানান তিনি। ডমেস্টিক ও ইন্টারন্যাশনাল উভয় গন্তব্যই উন্মুক্ত করার পরিকল্পনা জানিয়ে বেবিচকের প্রধান বলেন, আন্তর্জাতিক গন্তব্যে যারা আমাদের অনুমতি দেবে সেই সব দেশে আমরা ফ্লাইট চালাব। আগামীকাল (৩ মে) এটা চূড়ান্ত করবো। প্রসঙ্গত, দেশের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট ৭ মে পর্যন্ত বন্ধ রেখেছে বিমানচলাচলের নিয়ন্ত্রক সংস্থা বেবিচক। করোনাভাইরাসের কারণে প্রথমে ২১-৩১ মার্চ পর্যন্ত যাত্রীবাহী সব বিমান সংস্থার ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা দেয় বেবিচক। এ সময়সীমা কয়েক দফায় বাড়িয়ে ৭ মে করা হয়েছে। প্রায় দেড় মাসের বেশি সময় ফ্লাইট বন্ধ থাকায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে বিমান সংস্থাগুলো। অন্যদিকে বেবিচকেরও আয় কমে গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App