×

আন্তর্জাতিক

লকডাউন শিথিলের পর জার্মানীতে বাড়ছে সংক্রমণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ মে ২০২০, ০২:৩৬ পিএম

লকডাউন শিথিলের পর জার্মানীতে বাড়ছে সংক্রমণ

লকডাউনের পর করোনা সংক্রমণের পরিসংখ্যান।

জার্মানীতে লকডাউন শিথিল করার পর পরই বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৩৯ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬০ হাজার ৭৫৮ জনে। সেই সঙ্গে মারা গেছে নতুন করে ১৯৩ জন মারা যাওয়ায় মোট মৃতের সংখ্যা ৬ হাজার ৪৮১ জন।

এই পরিস্থিতি দেখে দেশটিতে আবারো লকডাউন জারির হুঁশিয়ারি দিয়েছেন রাজনীতিবিদরা। অ্যাঙ্গেলা মার্কেল বলছেন, সংক্রমণের সংখ্যা কমানোর জন্য আমাদের অবশ্যই কাজ করতে হবে।  আমাদের সব নিয়ম মেনে শৃঙ্খলাবদ্ধভাবে জীবনযাপন করতে হবে। স্কুল ও অন্যান্য প্রতিষ্ঠান খোলার বিষয়ে ৬মে সিদ্ধান্ত জানানো হবে।

এর আগে সোমবার (২৭ এপ্রিল) লকডাউন শিথিল করা হয় জার্মানীতে। তবে এর পরেই হচ্ছে হিতে বিপরীত। গেল পাঁচদিনে আশঙ্কাজনক হারে বেড়েছে আক্রান্তের সংখ্যা।

লকডাউন শিথিলের পর ঘোষণা দিয়ে জার্মানী চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল বলেন, দেশটি যাদুঘর, চিড়িয়াখানাগুলো শিগরিই চালু করা হবে, ধর্মীয় সম্প্রদায়গুলো তাদের পরিষেবা আবার শুরু করতে পারবে। তবে রেঁস্তোরাগুলো কিছু সময় নিয়ে খোলা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App