×

সারাদেশ

মাড়াই মেশিন মেরামত করলেন কৃষকরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ মে ২০২০, ০২:১২ পিএম

মাড়াই মেশিন মেরামত করলেন কৃষকরা

ছবি: প্রতিনিধি

সামনে ধান মাড়াইয়ের মৌসুম। রাত দিন ধান মাড়াইয়ের কাজ করতে হবে। তাই তো ফুলবাড়ীয়া উপজেলার ধান মাড়াইয়ের মেশিন মালিকরা ব্যস্ত সময় পার করছেন তাদের ধান মাড়াইয়ের মেশিন মেরামতে। কয়েক দিন পরই ইরি বোরো মৌসুমের ধান কাটার ধুমপড়বে। ধান কাটার মেশিন যেন কোনো সমস্যা না দেখা দেয় সেই জন্য মেশিনের যাবতীয় যন্ত্রাংশ মেরামত করে নিচ্ছে। বৈলাজান গ্রামের ধান মাড়াই মেশিন মালিক মো. বিল্লাল হোসেন বলেন, ধান কাটা মৌসুমে ধান মাড়াই মেশিনের ভাল চাহিদা থাকে। প্রতিদিন ১৫-২০ বিঘা জমির ধান মাড়াই করা যায়। বছরের প্রায় সময়ই মেশিন দিয়ে কাজ করা হয় না। শুধু মাত্র ধান কাটার মৌসুম এলে ধান মাড়াইয়ের কাজ করা হয়। তখন দিন রাত কাজ করতে হয় তাই মেশিনটা কাজের সময় নষ্ট না হয় তাই মৌসুম শুরুতেই মেরামত করে থাকি। গাড়াজান গ্রামের কৃষক আবুল হাসেম বলেন, আগে ধান কাটার পর ধানের আটি নিজেরাই মাড়াই করতো কাঠ, ড্রাম বা গোল কালভার্ট দিয়ে। এখন ধান মাড়াইয়ের মেশিন কাজে লাগাই। তাতে সময় ও শ্রমিক কম লাগে, টাকাও বাঁচে অনেক। মাড়াই মেশিন কারিগর মঞ্জু মিয়া জানান, ধান কাটার মৌসুম শুরু হওয়ার কিছু দিন আগে থেকে পুরোপরি শেষ হওয়া পযন্ত ব্যস্ত সময় পার করি। এ সময়ই মেশিন মেরামতের কাজ করি। বাকী সময় তেমন একটা কাজ থাকে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App