×

সারাদেশ

মানবতার বাজারে যুক্ত হচ্ছে ‘শিশু খাদ্য কর্ণার’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ মে ২০২০, ০৫:০৬ পিএম

মানবতার বাজারে যুক্ত হচ্ছে ‘শিশু খাদ্য কর্ণার’

মানবতার বাজার

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের বরিশাল শাখার উদ্যোগে এর ‘মানবতার বাজার’ এ রবিবার (৩ এপ্রিল) থেকে যুক্ত হচ্ছে ‘শিশু খাদ্য কর্ণার’। যে সকল পরিবারে ১০ বছরের নীচে শিশুরা আছে সেই পরিবারগুলোকে মানবতার বাজারের নিয়মিত খাদ্য দ্রব্যের সাথে শিশু খাদ্য হিসেবে দুধ, সুজি, চিনি দেয়া হবে। সকাল সাড়ে ১১টায় ফকিরবাড়ি রোডস্থ মাতৃছায়া স্কুলে মানবতার বাজারে এই ‘শিশু খাদ্য কর্ণার’ উদ্বোধন করা হবে।

শনিবার (২ মার্চ) ‘এক মুঠো চাল’ খাদ্য সহায়তার আওতায় এই ‘মানবতার বাজার’ পরিচালিত হয় নগরীর ৭নং ওয়ার্ডের আসমত আলী স্কুল প্রাঙ্গণে। এখান থেকে ৭ নং ওয়ার্ডের দুই শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়।

‘মানবতার বাজার’ পরিচালিত হবে ফকিরবাড়ি রোডের মাতৃছায়া স্কুলে এবং ‘এক মুঠো চাল’ খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় রবিবার সকাল ১০টা থেকে বাকেরগঞ্জ কলসকাঠিতে এবং বিকাল ৪টায় আগৈলঝরায় গৈলাতে পাল সম্প্রদায়ের পরিবারগুলোর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App