×

সারাদেশ

পিতার লাঠির আঘাতে শিক্ষক পুত্র খুন  

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ মে ২০২০, ১১:৩৯ এএম

পিতার লাঠির আঘাতে শিক্ষক পুত্র খুন  

আহসান হাবিব সানু। ছবি: প্রতিনিধি

ঘাতক পিতার লাঠির আঘাতে শিক্ষক পুত্র হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বর্বর এ ঘটনাটি ঘটেছে, শুক্রবার (১ মে) কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের চান্দামারী গ্রামে। বিষয়টি রাজারহাট থানার অফিসার ইনচার্জ  কৃষ্ণ কুমার সরকার নিশ্চিত করেছেন।

ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, ঐ গ্রামের আ. হাই ঝুনুর সাথে পুত্র শিক্ষক আহসান হাবিব সানু (৩২) এর দীর্ঘদিন ধরে পারিবারিক কোন্দল চলে আসছিল। গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে  হঠাৎ করে বাড়িতে পিতা ও পুত্রের মধ্যে কথাকাটাকাটি হয়। বচসার এক পযার্য়ে পিতা ও তার সৎ মা মিলে বাড়িতেই আহসান হাবিব সানুকে বাঁশের লাঠি দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে সজোরে এলোপাতাড়ি আঘাত করে। পিতার লাঠির তীব্র আঘাতে পুত্র ঘটনাস্থলেই গুরুতর অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর এলাকার লোকজন ছুটে এসে অবস্থা বেগতিক দেখে তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। শুক্রবার দুপুর ১ টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় আহসান হাবিব সানু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। মৃত্যুর খবর হাসপাতলের কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করেন।

এদিকে সানু মাস্টার মারা যাওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে ঘাতক পিতা ও তার দ্বিতীয় স্ত্রী বাড়ি ঘরে তালা মেরে গা ঢাকা দিয়েছে । আহসান হাবিব সানু পার্শ্ববর্তী চাঁন্দামারী উচ্চ বিদ্যালয়ের কৃষি শিক্ষক হিসেবে কর্মরত ছিল।

এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার বলেন, আহসান হাবিব সানু হত্যার খবর পাওয়ার পর পরই ঘটনাস্থল চাঁন্দামারী গ্রামে পুলিশ পাঠানো হয়েছে। পিতার হাতে পুত্রের মৃত্যুর ঘটনায় গোটা গ্রাম জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App