×

আন্তর্জাতিক

চীনে এখন করোনাক্রান্ত একজন, নেই কোনো মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ মে ২০২০, ১০:৪৮ পিএম

চীনের উহানে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ঘটেছিল। শনিবার (২ মে) চীন জানাল, সেদেশে এখন করোনা রোগী মাত্র একজন। নতুন করে কারও মৃত্যুও হয়নি।

করোনায় চীনে মারা গেছে ৪৬৩৩ জন। শুক্রবার পর্যন্ত চীনের মূল ভূখণ্ডে আক্রান্তের সংখ্যা ছিল ৭৭ হাজার ৬৮৫। তাদের মধ্যে সুস্থ ৭৭৬৮৫ জন।

এখন যে একমাত্র ব্যক্তি চীনে ওই রোগে ভুগছেন, তিনি সংক্রামিত হয়েছেন বাইরে থেকে। চীনের মধ্যে সংক্রমণ থেমে গিয়েছে। উহান শহর যে প্রদেশে অবস্থিত, সেই হুবেইতে ৪ এপ্রিল থেকে একজনও কোভিড ১৯ রোগে আক্রান্ত হননি।

হুবেইতে কিছুদিন আগেও কোভিড ১৯ রোগে এমার্জেন্সি রেসপন্স লেভেল ছিল সর্বোচ্চ স্তরে। এখন তা নামিয়ে আনা হয়েছে। হুবেইয়ের ভাইস গভর্নর ইয়াং ইয়ন ইয়ান বলেন, আমরা করোনাভাইরাস নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য সাফল্য লাভ করেছি।

গত শুক্রবার অবশ্য ২০ জনের শরীরে করোনা পজিটিভ মিলেছে। কিন্তু ওই রোগে যেসব লক্ষণ থাকে, যথা জ্বর, কফ কিংবা গলায় ব্যথা, কোনওটাই তাদের নেই। তবে তাদের করোনা ছড়ানোর সম্ভাবনা আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App