×

সারাদেশ

কেমিক্যালে কলা পাকানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ মে ২০২০, ০৪:৫৫ পিএম

কেমিক্যালে কলা পাকানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

ছবি: প্রতিনিধি

ক্ষতিকর রাসায়নিক দ্রব্য মিশিয়ে কাঁচাকলা পাকানোর দায়ে ২ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। শনিবার (২ মে) সকালে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার খুনিরটেক বাজারে অভিযানে এই জরিমানা ও কলা বিনষ্ট করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাসায়নিক দ্রব্য মিশিয়ে কাঁচা কলা পাকানোর হচ্ছে এমন খবরের ভিত্তিতে সকালে ওই বাজারে অভিযানে যান। অভিযানে কলা ব্যবসায়ী ও আইয়ুব আলীর আড়তে রাসায়নিক দ্রব্য মেশানো কাঁচা ও পাকা কলা পাওয়া যায়। এ কারণে, সাগর হোসেনকে ৪ হাজার এবং আইউব আলীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। তাদের আড়তে থাকা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ৫ হাজার কলা ধ্বংস করা হয়।

রমজানে কলার অতিরিক্ত চাহিদা থাকায় কতিপয় অসাধু ব্যবসায়ী মানবদেহের জন্য অত্যন্ত বিপজ্জনক রাসায়নিক দ্রব্য মিশিয়ে রাতারাতি কাঁচা কলা কৃত্রিমভাবে পাকিয়ে বাজারজাত করে থাকে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ভেজাল প্রতিরোধে এই অভিযান আরও জোরদার করা হবে বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App