×

আন্তর্জাতিক

করোনায় এই প্রথম কোন ওষুধের অনুমোদন

Icon

nakib

প্রকাশ: ০২ মে ২০২০, ১২:৫৭ পিএম

করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। করোনায় বিপর্যস্ত হয়ে যাওয়া দেশটিতে মৃত্যুর মিছিল থামাতে জরুরি ভিত্তিতে প্রথমবারের মতো কোন ওষুধের অনুমোদন দেয়া হয়েছে। দেশটিরে খাদ্য ও ওষুধ প্রশাসন ধেকে অনুওমাদন পাওয়া ‘রেমিডিসিভার’ ওষুধটি এখন দেশটির হাসপাতালগুলোতে ব্যাপকভাবে প্রয়োগে আর কোন বাধা থাকলেঅ না। হোয়াইট হাউসে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে এক মিটিংয়ে ওষুধটির প্রস্তুতকারক কোম্পানি গিলেডের প্রধান নির্বাহী জানান করোনা মোকাবেলায় এটা গুরুত্বপূর্ণ ধাপ এবং তারা দেড় মিলিয়ন পিস ওষুধ বিনামূল্যে রোগীদের জন্য সরবরাহ করবে। যা দেশটিতে আক্রান্ত ১ লাখ ৪০ হাজার রোগীর চিকিৎসার জন্য যথেষ্ট বলে মনে করা হচ্ছে। কী এই ‘রেমিডিসিভার’? ‘রেমিডিসিভার’ হলো ইবোলা ভাইরাসে জ্বর প্রতিরোধে যুক্তরাষ্ট্রের তৈরী ব্যাপক পরীক্ষিত একটি স্প্যাকট্রাম রোগপ্রতিরোধক ওষুধ। ২০১৬ সালে এটি প্রথম ট্রায়ালে নেয়া হয়। পরবর্তীতে কঙ্গোতে ইবোলা প্রতিরোধে এটি ব্যাপক আকারে ট্রয়ালে ব্যবহার করা হয় যেখানে অন্য ৩টি ওষুধের চেয়ে কার্যকরি হিসেবে প্রমাণিত হয়। গত ফেব্রুয়ারিতে এটা আবার সার্স প্রতিরোধে এবং সর্বশেষ করোনা ভাইরাস প্রতিরোধে কার্যকর বলে প্রমাণ পাওয়া যায় বলে জানায় যুক্তরাষ্ট্রের জাতিয় রোগতত্ত্ব প্রতিষ্ঠান। কতটা কার্যকর এটা? যুক্তরাষ্ট্রের জাতিয় রোগতত্ত্ব সংস্থা জানায় এ পর্যন্ত ১ হাজার করোনা আক্রান্ত রোগীকে এ ওষুধ প্রয়োগ করে দেখা গেছে এটা প্লেসবো প্রয়োগকৃত রোগীদের চেয়ে দ্রুত করোনা রোগীদের সুস্থ্য হতে কাজ করছে। বিশেষ করে এটা করোনা রোগীদের ৩১% দ্রুত সুস্থ্য হতে সহায়তা করছে। ফলে এটা মৃত্যুহার ১১.৭% থেকে ৮% পর্যন্ত হ্রাস করছে বলে মনে করা হচ্ছে।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App