×

মুক্তচিন্তা

ইবাদত কবুলের পূর্বশর্ত দরুদ শরিফ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ মে ২০২০, ১০:১৫ পিএম

মহিমান্বিত রোজার মাসের প্রথম দশকের নবম দিন আজ। দেখতে দেখতে ৮টি দিন পার করে এসেছি। রহমতের দশক পার হতে চললো। রোজার মাসের করণীয় ইবাদত হলো দরুদ শরিফ। যেকোনো ইবাদতকে মহান আল্লাহ পাকের কাছে মকবুল ও গ্রহণীয় করে তুলতে বেশি বেশি দরুদ শরিফ পড়তে হবে। মাহে রমজানের বিশেষ ইবাদত দরুদ শরিফ পাঠ। দরুদ শরিফ পাঠে আল্লাহর দরবারে ইবাদতের বিনিময় নিশ্চিত হয়। ইবাদত বন্দেগি কবুল বা গ্রহণযোগ্য করতে প্রিয় নবীজীর (দ.) ওপর দরুদ পাঠ করা জরুরি। আল্লাহর কাছে সমুদয় ইবাদত-আরাধনা গ্রহণযোগ্য করতে ভক্তি-শ্রদ্ধা-ভালোবাসাপূর্ণ অন্তরে নিবিষ্টভাবে প্রিয়নবীর (দ.) ওপর বেশি বেশি দরুদ শরিফ পাঠ করা অতীব পুণ্যময় আমল। মাহে রমজানে প্রত্যেক মু’মিন মুসলমানের উচিত প্রিয়নবীর (দ.) ওপর অধিক দরুদ পাঠ করা। কারণ দরুদ শরিফ পড়া এমন এক ইবাদত যা আল্লাহ অবশ্যই কবুল করেন। এমনকি স্বয়ং আল্লাহ পাক তাঁর প্রিয় হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওপর সব সময় দরুদ শরিফ পড়েন। পবিত্র কুরআনে আল্লাহ তা’য়ালা ইরশাদ করেন ইন্নাল্লাহা ওয়ামালাইকাতাহু ইউসাল্লুনা আলান্ নাবী ইয়া আইয়্যুহাল্লাজিনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলীমা ‘নিশ্চয়ই আল্লাহ্ তা’য়ালা এবং তাঁর ফিরিশতাগণ নবী করীম (দ.) এর ওপর দরুদ ও সালাম পেশ করে এবং তোমরাও নবীজীর (দ.) ওপর দরুদ পড়।’ [আল কুরআন] এ থেকে বুঝা যায় যে, আল্লাহর হাবীবের ওপর ‘দুরুদ শরিফ পড়া ও সালাম পেশ করা’ অতীব বরকতময় আমল। কেননা আল্লাহ পাক কোনো কাজ করেন না কিন্তু তিনি তাঁর প্রিয় হাবীবের দরুদ শরিফ পড়েন। দরুদ শরিফ পাঠ আল্লাহর কাছে এতই পছন্দের যে, নিজেও পড়েন এবং তাঁর বান্দাদের দরুদ শরিফ পড়ার হুকুম জারি করেন। সুতরাং যারা প্রিয়নবীর (দ.) ওপর দরুদ শরিফ পড়েন তাদের চেয়ে মহা সৌভাগ্যবান আর কে হতে পারে? তাই যুগে যুগে সব ইমাম, মুজতাহিদ, ফকীহ মুফাসসির মুহাদ্দিস, আউলিয়ায়ে কেরাম, পীর মাশায়েখ ও সত্যিকার মু’মিন মুসলমানরা নিজেদের জীবনের একটি উল্লেখযোগ্য অংশ দরুদ শরিফ পঠন পাঠন ও লিখনীতে ব্যয় করেছেন। এতে প্রত্যেকেই দু’জাহানের কামিয়াবী অর্জন করেছেন। কুরআন হাদিসের আলোকে প্রিয়নবীর (দ.) নানাগুণাবলি ও বৈশিষ্ট্য ফুটে উঠেছে তাঁদের লিখিত দরুদ শরিফে। বিশেষ করে মা’য়ারিফে লাদুন্নিয়ার প্রস্রবণ হজরত খাজা আবদুর রহমান চৌহরভী (রা.) কর্তৃক রচিত ‘মজমুয়ায়ে সালাওয়াতে রাসুল’ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে দরুদ শরিফ সংকলনটি বিশ্বের ইতিহাসে অতুলনীয়। ত্রিশ পারার এ দরুদ গ্রন্থটি সারা বিশ্বে আজ সমাদৃত ও বহুল পঠিত। মজমুয়ায়ে সালাওয়াতে রাসুল (দ,) দরুদ গ্রন্থটি ইশকে রাসুল (দ.) বা নবী প্রেমের আবেগ, ভালোবাসা ও শ্রদ্ধার সেরা নজরানা স্বরূপ এবং হজরত খাজা আবদুর রহমান চৌহরভীর আধ্যাত্মিক চিন্তা-চেতনা ও বুজুর্গ সত্তাই দরুদ গ্রন্থটিতে ফুটে উঠেছে। সবার প্রতি অনুরোধ থাকবে দুনিয়া ও আখিরাতের উন্নতি, মুক্তি ও সব বিপদ-দুর্দশা-দুর্যোগ থেকে বাঁচার জন্য উক্ত দরুদ সংকলনটি সংগ্রহ করে নিয়মিত পাঠ করুন অথবা যেকোনো দরুদ শরিফ নিয়মিত পাঠ করার অভ্যাস করুন। এতে অশেষ উন্নতি ও কল্যাণ নিহিত। দরুদ শরিফ পাঠের ফজিলত বর্ণনাতীত। সংক্ষেপে কুরআন ও হাদিস শরিফের আলোকে এতটুকুই বলা যায় ‘যে ব্যক্তি প্রিয়নবীর (দ.) ওপর মাত্র একবার দরুদ শরিফ পড়বে আল্লাহ তা’য়ালা তার ওপর দশবার রহমত নাজিল করবেন। এবং কমপক্ষে তার দশটি গুনাহ মাফ করবেন, তার আমলনামায় দশটি সওয়াব লিপিবদ্ধ করবেন এবং আল্লাহর দরবারে তার মর্যাদা দশগুণ বৃদ্ধি পাবে। (আল হাদিস)। হাদিস শরিফে আছে ‘কোনো দোয়াই আল্লাহর দরবারে কবুল হয় না যতক্ষণ না সে দু’আর আগে ও পরে প্রিয়নবীর (দ.) ওপর দরুদ শরিফ পড়া না হয়।’ হাদিসে পাকে আরো বর্ণিত আছে ‘যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম শোনার পর তার ওপর দরুদ শরিফ পড়ে না সে ব্যক্তি সবচেয়ে বড় কৃপণ। তার ধ্বংসের জন্য জিব্রাইল আলাইহিস সালাম দোয়া করেন।’ (আল হাদিস)। বহুভাবে দরুদ শরিফ পড়া যায়। তবে উল্লেখযোগ্য ও ফজিলতপূর্ণ দরুদ শরিফ হচ্ছে আল্লাহুম্মা সাল্লে আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়াসাল্লাম। রিজিক ও আয়ু বৃদ্ধি, ইহ ও পারলৌকিক জীবনে শান্তি ও পরিত্রাণের আশায় বুজুর্গানে দ্বীন নিয়মিতভাবে দরুদে তাজ, দরুদে হাজারি, দরুদে লাখী, দরুদে মুকাদ্দাস এবং দরুদে ফুতুহাত বেশি বেশি পড়তেন বলে বিভিন্ন কিতাবে দেখা যায়। আমাদের জীবন দুর্ভোগে কষ্টে ভরা। অভাব-অনটন অনেকের নিত্য সঙ্গী। প্রতিদিন নিয়মিতভাবে খালেছ অন্তরে বর্ণিত বিভিন্ন দরুদ শরিফ পাঠে আমরা আল্লাহর করুণা, দয়া এবং প্রিয় নবীর (দ.) ভালোবাসা ও ফুয়ুজাত অর্জন করতে পারি। লেখক : সাংবাদিক, ইসলামী চিন্তাবিদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App