×

ক্রিকেট

সরকারি নির্দেশনায়ই শ্রীলঙ্কা টেস্টের সিদ্ধান্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ মে ২০২০, ০৩:৩৭ পিএম

সরকারি নির্দেশনায়ই শ্রীলঙ্কা টেস্টের সিদ্ধান্ত

বাংলাদেশ টেস্ট দল

করোনার এই পরিস্থিতিতে নানা সংশয় থাকলেও শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজ নিয়ে এখনই আশা ছাড়তে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দুই দেশের কর্তাদের মধ্যে চলছে আলোচনা। ইতিবাচক কোনো সিদ্ধান্তই নিতে চায় তারা। তবে সরকারি সকল নির্দেশনা মাথায় রেখে এবং দুই দেশের অবস্থার ভারসাম্যের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নিতে চান তারা। বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে বলেছেন, ‘আমরা নিয়মিতই শ্রিলঙ্কান বোর্ডের সঙ্গে আলোচনা করছি। সফরটি ব্যাপারে আমাদের মধ্যে কথা চলছে। তবে এ মুহূর্তে কোন সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।’ দুই দেশের ভারসাম্য বিষয়ে বিসিবি সিইও বলেন, ‘শ্রীলঙ্কার সামগ্রিক অবস্থা যেমনই হোক না কেন, আপনাকে আমাদের দেশের সরকারের নির্দেশনা সবার আগে মাথায় রাখতে হবে। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যালোচনা করছি। একইসঙ্গে সরকারি নির্দেশনারও অপেক্ষায় রয়েছি। সামনের দিনগুলোতে অবস্থা কী দাঁড়ায়, তাই আমাদের দেখতে হবে।’ করোনা পরিস্থিতি মোকাবিলায় উপমহাদেশের অন্যান্য সব দেশের তুলনায় বেশ সফল শ্রীলঙ্কা। এখনও পর্যন্ত দেশটিতে ৬৪৯ জন আক্রান্ত হয়েছে এ ভাইরাসে, সুস্থ হয়ে গেছেন ১৩৬ জন। করোনা পরিস্থিতির এ ইতিবাচক খবরই মূলত সফরের ব্যাপারে আশাবাদী করছে বিসিবিকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App