×

জাতীয়

শিলাবৃষ্টিও হতে পারে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ মে ২০২০, ০৯:৪৩ পিএম

কয়েকদিন থেকেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি আভাস লেগেই আছে। মাঝেমধ্যে তাণ্ডব চালিয়েছে বৈশাখীর দমকা হাওয়াও। শুক্রবার (১ মে) আবহাওয়ার পূর্বাভাসে আগামী দুদিনও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে। সেইসাথে কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণসহ বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করায় ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত) দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ফরিদপুরে ৩৭ মিমি। অন্যদিকে তাপমাত্রা সর্বোচ্চ ছিল রাঙামাটি ও সিলেটে ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ছিল ভোলায় ২১ ‍ডিগ্রি সেলসিয়াস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App