×

আন্তর্জাতিক

যে ওষুধে দ্রুত সুস্থ হচ্ছেন করোনা রোগীরা

Icon

nakib

প্রকাশ: ০১ মে ২০২০, ০৪:৫২ পিএম

যে ওষুধে দ্রুত সুস্থ হচ্ছেন করোনা রোগীরা

রেমিডিসিভার’

করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে কার্যকরি ভ্যাকসিন আবিষ্কারের দিকে তাকিয়ে আছে সারা বিশ্ব। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে একটি ওষুধ করোনা মোকাবেলায় কার্যকরী ফলাফল দিচ্ছে বলে প্রমাণ পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের একটি ট্রায়ালে ‘রেমিডিসিভার’ নামক একটি ওষুধ প্রথম কোন ওষুধ হিসেবে করোনা চিকিৎসায় কার্যকরিতা দিচ্ছে বলে প্রমাণিত হয়েছে।

কী এই ‘রেমিডিসিভার’?

‘রেমিডিসিভার’ হলো ইবোলা ভাইরাসে জ্বর প্রতিরোধে যুক্তরাষ্ট্রের তৈরী ব্যাপক পরীক্ষিত একটি স্প্যাকট্রাম রোগপ্রতিরোধক ওষুধ। ২০১৬ সালে এটি প্রথম ট্রায়ালে নেয়া হয়। পরবর্তীতে কঙ্গোতে ইবোলা প্রতিরোধে এটি ব্যাপক আকারে ট্রয়ালে ব্যবহার করা হয় যেখানে অন্য ৩টি ওষুধের চেয়ে কার্যকরি হিসেবে প্রমাণিত হয়। গত ফেব্রুয়ারিতে এটা আবার সার্স প্রতিরোধে এবং সর্বশেষ করোনা ভাইরাস প্রতিরোধে কার্যকর বলে প্রমাণ পাওয়া যায় বলে জানায় যুক্তরাষ্ট্রের জাতিয় রোগতত্ত্ব প্রতিষ্ঠান।

কতটা কার্যকর এটা?

যুক্তরাষ্ট্রের জাতিয় রোগতত্ত্ব সংস্থা জানায় এ পর্যন্ত ১ হাজার করোনা আক্রান্ত রোগীকে এ ওষুধ প্রয়োগ করে দেখা গেছে এটা প্লেসবো প্রয়োগকৃত রোগীদের চেয়ে দ্রুত করোনা রোগীদের সুস্থ্য হতে কাজ করছে। বিশেষ করে এটা করোনা রোগীদের ৩১% দ্রুত সুস্থ্য হতে সহায়তা করছে। ফলে এটা মৃত্যুহার ১১.৭% থেকে ৮% পর্যন্ত হ্রাস করছে বলে মনে করা হচ্ছে। তবে এ তথ্য খুব বেশি গ্রহণযোগ্য কোন দলিল হিসেবে বিবেচনা করা হয় না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App