×

বিনোদন

‘আমি হিন্দু হয়েও গোমাংস খাই’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ মে ২০২০, ০২:৩৩ পিএম

‘আমি হিন্দু হয়েও গোমাংস খাই’

ঋষি কাপুর

দুই বলিউড কিংবদন্তি ঋষি কাপুর আর ইরফান খানের চলে যাওয়ায় যেন শোকের মাতম। এক দিকে করোনার থাবা আরেক দিকে পর পর দুই জনপ্রিয় অভিনেতার বিদায়। সামাজিক যোগাযোগমাধ্যমসহ সব দিকেই শোকের মাতম। লকডাউনে কাছে যেতে না পেরে দূর থেকে স্মৃতিচারণ করছেন সবাই। অনলাইনে উঠে আসছে পুরাতন কথাগুলো। সোশ্যাল মিডিয়াতে বেশ অ্যাকটিভ ছিলেন ঋষি কাপুর। ট্যুইটারে সহ অভিনেতাদের ছবি পোস্ট করতেন প্রায়ই। কিংবা কোনো মজাদার ছবি শেয়ার করতেন। ট্যুইটারে লিখে রেখেছিলেন, ”আমার জীবনযাত্রা নিয়ে যদি কেউ মজা করে, তাকে আমি ব্লক করে দেব।” একসময় গোমাংস খাওয়া প্রসঙ্গে কথা বলে রীতিমত বিতর্কে পড়েছিলেন ঋষি। ২০১৫ সালের ঘটনা। সেই সময় গোমাংস নিষিদ্ধ হওয়ার ঘটনা খবরের শিরোনামে উঠে আসছিল। আর সেই প্রসঙ্গেই মত প্রকাশ করেছিলেন ঋষি কাপুর। তিনি বলেছিলেন, ”খাবার আর ধর্মকে জড়াচ্ছেন কেন? আমি তো হিন্দ হয়েও গোমাংস খাই। তার মানে কী আমি ভগবানকে কম ভয় করি?” আরও লিখেছিলেন, ”আপনারা যদি বিফ বা পর্ক না খেতে চান, তাহলে খাবেন না। শুধু ভালো কর্ম করে যান। এসবের পরই চরম বিতর্কের মুখে পড়তে হয় তাকে। অনলাইনে শুরু হয় ট্রোল। পরে আবারও ব্যাখ্যা দিয়ে তিনি বলেছিলেন, ‘আমি প্রাণী হত্যার পক্ষপাতী নই, তবে দু-মুখো রাজনীতিকদের পছন্দ করি না।’ তিনি আরও বলেছিলেন, ‘আমি ভারতে গোমাংস খাই না। বিদেশে যেখানে খাবারের জন্য পশু সংরক্ষণ হয়, সেখানে খেয়েছি।’ ট্রোলের মুখে জবাব দিয়ে তিনি ফের বলেছিলেন, ”আমি কোনও পাপ করিনি, কারণ আমি ধর্মের সঙ্গে খাবারকে গুলিয়ে ফেলি না। তিনি দিনে দু’বার পূজা করেন বলেও জানিয়েছিলেন। বলেছিলেন, ‘আমি কখনই গোমাতাকে হত্যার পক্ষে নই। কখনও বলিনি সেকথা।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App