×

আন্তর্জাতিক

আমিরাতকে খাদ্যসামগ্রী উপহার পাঠিয়েছে বাংলাদেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ মে ২০২০, ০৩:৩৫ পিএম

আমিরাতকে খাদ্যসামগ্রী উপহার পাঠিয়েছে বাংলাদেশ

উপহার সামগ্রী

সংযুক্ত আরব আমিরাতে খাদ্যসামগ্রী উপহার হিসেবে পাঠিয়েছে বাংলাদেশ। এসব খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, মৌসুমি ফল ও শাকসবজি। শুক্রবার (১ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরব আমিরাতকে পাঠানো উপহারের মধ্যে রয়েছে- বাংলামতি চাল, তরমুজ, আনারস, ঢেঁড়স, আলু, লাউ, শসা ইত্যাদি। বাংলামতি চাল সরবরাহ করেছে বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট আর অন্যান্য ফলমূল ও সবজি বন্দোবস্ত করেছে কৃষি মন্ত্রণালয়।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক মন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গ এক বৈঠকে বাংলাদেশের উল্লেখযোগ্য উদ্বৃত্ত খাদ্য উৎপাদন নিয়ে কৃষি খাতের অগ্রগতির কথা জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App