×

সারাদেশ

১০ হাজার পরিবারকে আর্থিক সহায়তা দিলেন মেয়র

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২০, ০৩:৪১ পিএম

১০ হাজার পরিবারকে আর্থিক সহায়তা দিলেন মেয়র

ছবি: প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার মেয়র মো. লুৎফুর রহমান ব্যক্তিগতভাবে পৌর এলাকার ৯টি ওয়ার্ডের ১০ হাজার দুঃস্থ, অসহায় ও দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা দিলেন। প্রতিটি পরিবারকে নগদ ৫শ টাকা করে মোট ৫০ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছেন। সরেজমিনে বৃহস্পতিবার (৩০ এপ্রিল)দুপুরে কালীগঞ্জ পৌর এলাকার ভাদার্ত্তী মধ্যপাড়া গিয়ে দেখা যায়, ওই গ্রামের ২৫০টি পরিবারকে তিনি নিজ হাতে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রত্যেকের হাতে আর্থিক সহায়তা তুলে দিচ্ছেন। কথা হয় পৌর এলাকার ভাদার্ত্তী দক্ষিণপাড়া গ্রামের ফাইজ উদ্দিনের সঙ্গে। তিনি জানান, কালীগঞ্জ পৌর মেয়র প্রকৃতপক্ষেই একজন মানবিক মানুষ। মেয়র বলেন, করোনায় দেশের এই সংকটময় পরিস্থিতি মোকাবেলা করার জন্য এবং অসহায় মানুষের মুখে একটু হাসি ফুটানোর জন্য এ সহায়তা দেয়া হচ্ছে। পৌর এলাকার কোন মানুষ অনাহারে-অর্ধাহারে থাকলে আমি ভালো থাকতে পারি না। তাই পৌর এলাকার কোন মানুষই অনাহারে-অর্ধাহারে থাকবে না ইনশাআল্লাহ।

তিনি আরো জানান, পৌরসভার ৯টি ওয়ার্ডের সবকটি গ্রামে পর্যায়ক্রমে ১০ হাজার পরিবারের হাতে এ সহায়তা পৌঁছে দেয়া হবে। আর এই ১০ হাজার পরিবারের বাহিরেও যদি কোন পরিবার বাদ যায় তাহলে তাদেরকেও এই আর্থিক সহায়তার আওতায় আনা হবে বলে জানান মেয়র।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App