×

সারাদেশ

বেপরোয়া হাকিম ডাকাত, টেকনাফে ফের ৬ কৃষককে অপহরণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২০, ০৭:২০ পিএম

বেপরোয়া হাকিম ডাকাত, টেকনাফে ফের ৬ কৃষককে অপহরণ

পাহাড়ের বিভিন্ন স্থানে পুলিশের অভিযান

টেকনাফে ফের বেপরোয়া হয়ে উঠেছে শীর্ষ রোহিঙ্গা ডাকাত আব্দুল হাকিম। একের পর এক ঘটাচ্ছে অপহরণের ঘটনা ঘটাচ্ছে তার এই রোহিঙ্গা সন্ত্রাসী দল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নানা কৌশলে অভিযান পরিচালনা করলেও অনেকটাই ধরা ছাঁয়ার বাইরে থেকে কার্যক্রম পরিচালনা করছে এই হাকিম ডাকাত। এরই ধারাবাহিকতায় বুধবার (২৯ এপ্রিল) রাতে হোয়াইক্যং ইউনিয়নের মিনাবাজার এলাকা থেকে তার নেতৃত্ব ৬ কৃষককে অপহরণ করে সশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসীরা। অপহরণের কিছুক্ষণ পরে চালসহ খাদ্য সামগ্রীর বিনিময়ে ৩ জনকে মুক্তি দেয়। বাকিদের নিয়ে গহীণ পাহাড়ে ঢুকে তিন লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে সে। সে সময় থেকে এখন পর্যন্ত পাহাড়ের বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে হোয়াইক্যং ফাঁড়ি পুলিশ। জানা গেছে, বুধবার রাতে ( ২৯ এপ্রিল) মিনাবাজার হ্যাডম্যানের ঘোনায় ৬ জন কৃষক ধানক্ষেতে কাজ করছিল। এমন সময় সশস্ত্র একদল রোহিঙ্গা সন্ত্রাসী তাদের অপহরণ করে। অপহৃতরা হলেন, কৃষক আবুল হাশেম ও তার দুই পুত্র জামাল এবং রিয়াজুদ্দিন, স্থানীয় বাসিন্দা মোহাম্মদ হোসেনের পুত্র শাহেদ (২৫), মৌলভী আবুল কাছিমের পুত্র আকতারুল্লাহ (২৪) ও মৃত মোহাম্মদ কাশেমের পুত্র ইদ্রিস। সেখান থেকে চাল ও অন্যান্য খাদ্যসামগ্রীর বিনিময়ে হাসেম সহ তার দুইপুত্রকে ছেড়ে দিলেও বাকি তিন জনদের ছেড়ে দেয়নি সশস্ত্র সন্ত্রাসীরা। অপহৃত শাহেদের মোবাইল থেকে তার পরিবারের নিকট ৩ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়। অন্যথায় তাদের মেরে ফেলার হুমকি দেন। এ ঘটনার সংবাদ পেয়ে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মশিউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ গহীণ পাহাড়ের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা অব্যাহত রাখে। একটি পাহাড়ে হাকিম ডাকাতের আস্তানার সন্ধান পেলেও তাদের পাওয়া যায়নি। হোয়াইক্যং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুদ্দিন জানিয়েছেন, মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে তার ঘোনায় (হ্যাডম্যান ঘোনায়) কৃষকরা কাজ করছিলেন। এ সময় সশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসীরা তাদের অপহরণ করে। তিনজনকে খাদ্য সামগ্রীর বিনিময়ে মুক্তি দিলেও তাদের আত্মীয় শাহদের মোবাইল থেকে তিন লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়। অন্যথায় তাকে মেরা ফেরার হুমকি দেন। স্থানীয় ও আইনশৃঙ্খলা বাহিনীর ধারনা অপহরণকারীদের নেতৃত্বে কুখ্যাত হাকিম ডাকাত রয়েছে। তিনি শুধু এই অপহরণ নয়, তার আগে স্কুল শিক্ষার্থী সহ নানা পেশাজীবীদের অপহরণ করে মুক্তিপণ নেয়। অনেককেই নির্মমভাবে হত্যা করাও হয়েছে বলেও জানা গেছে। তাকে ধরতে ইতিমধ্যে হ্যাকিপ্টারযোগেও অভিযান পরিচালনা করেছিল আইনশৃঙ্খলা বাহিনী। টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি হারুনর রশিদ সিকদার জানিয়েছেন, এই খবর পাওয়া মাত্র প্রশাসন সহ বিভিন্ন এজেন্সিকে অবগত করা হয়েছে। অপহৃতদের দ্রুত উদ্ধারের দাবি জানান তিনি। এ বিষয়ে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপ-পরিদর্শক মশিউর জানান, প্রধান সড়ক থেকে ৪ কিলোমিটার পাহাড়ে ঢুকে ৬ দল করে অভিযান পরিচালনা করা হচ্ছে। একটি গহীণ পাহাড়ে ডাকাতদের কিছু আলামত পাওয়া গেছে। সেই খানে জবাইকৃত গরুর মাংস, রান্নবান্নার উপকরণ ও মানুষ আটকানোর কিছু কৌশলী যন্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App