×

রাজনীতি

দু-তিন দিনে সুস্থ হবেন রিজভী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২০, ০৭:৩৩ পিএম

দু-তিন দিনের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার ( ৩০ এপ্রিল) তার চিকিৎসক ও দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এ কথা জানিয়েছেন।

রিজভীর শারিরীক অবস্থা সম্পর্কে জানতে চাইলে চিকিৎসক রফিকুল ইসলাম বলেন, ‘তাঁর (রিজভী) শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। পেট ব্যথা নেই, বমি ভাবও নেই। তবে তিনি এখনও স্বাভাবিক খাবার খেতে পারছেন না। স্বাভাবিক খাবার খেতে আরো দুই থেকে তিন সময় লাগবে। তবে এখনও ওনার শরীর ভীষণ দুর্বল রয়েছে। স্বাভাবিক খাবার শুরু করলে দুর্বলতা কেটে যাবে।’

গত ২৬ এপ্রিল পেটে ব্যাথা ও বমির কারণে ভীষণ অসুস্থ হয়ে পড়েন রিজভী আহমেদ। পরে ডা. রফিকুল ইসলামের তত্ত্বাবধানে রিজভী নিজের আদাবরের বাসায় চিকিৎসা নেন।

রফিকুল ইসলাম জানান, ১৯৮৪ সালে এরশাদ বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছিলেন রিজভী আহমেদ। সেই থেকে ওনার এই সমস্যা মাঝে মধ্যেই হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App