×

সারাদেশ

খুলনার পাটশ্রমিকরা আন্দোলনে নামছে শুক্রবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২০, ০৯:৫২ পিএম

খুলনার পাটশ্রমিকরা আন্দোলনে নামছে শুক্রবার
রাষ্ট্রায়ত্ব পাটকলে শ্র্রমিক-কর্মচরিদের বকেয়া মজুরি বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ-শ্রমিক সমাবেশ, গেট সভা ও রাজপথে বিক্ষোভ মিছিল সহ ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছেন শ্রমিক নেতারা। বৃহসপতিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় খালিশপুর প্লাটিনাম জুবিলী জুট মিলের সিবিএ কার্যালয়ে রাষ্ট্রায়ত্ত্ব পাটকল মিল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের একজরুরী শ্রমিক নেতারা এই কর্মসূচির ডাক দেয়। এদিকে শ্রমিক মার্চ-এপ্রিল মাসের মজুরী পরিশোধোর জন্য ১১৬ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ পাটকল কর্পোরেশনের চেয়ারম্যান মোঃ আব্দুর রউফ । আগামি রবিবার থেকে শ্রমিকদের মজুরী প্রদান করা হবে বলেও জানান তিনি । জানাযায়, খুলনা- যশোর অঞ্চলের ৯ রাষ্ট্রায়ত্ব পাটকলে শ্রমিকদেও ১০/১২ সপ্তাহ মজুরী ও কর্মচারী-কর্মকর্তাদের ৩/৪ মাসের বেতন বকেয়া পড়ে । এ অস্থায় করোনা ভারাসের কারনে গত ২৬ মার্চ থেকে মিলের উৎপাদন সর্র্ম্পূন বন্ধ রেখে ৯ পাটকলে সরকারি ছুটি চলতে থাকে। ত্রান কাজে ব্যাবহারের জন্য ১০ থেকে ২০ কেজির চটের বস্থা তৈরীর জন্য খাদ্য বিভাগ থেকে জরুরী দপ্তারাদেশ পত্র প্রেরন করা হয় বাংলাদেশ পাটকল কর্পোরেশনে। সেঅনুযায়ী গেল ৬ এপ্রিল কোন মজুরী ছাড়াই স্বল্প পরিশরে খুলনার ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দৌলতপুর, ষ্টার,আলীম, ইর্ষ্টান ও নওয়াপাড়ার জেজেআই জুট মিলের ফিনিসিং বিভাগ চালু করা হয়। এর মধ্যে সরকারি নির্দেশনায় মার্চ ও এপ্রিল মাসের শ্রমিকদের মজুরী প্রদানের জন্য গত ২৬ এপ্রিল অর্থ মন্ত্রনালয় থেকে ১১৬ কোটি টাকা ছাড় দেয়া হয়। এ খবর শ্রমিকদের মাঝে ছড়িয়ে পড়লে শিল্পঞ্চল এলাকায় শ্রমিক পরিবারের মধ্যে আনন্দের ছাপ দেখা যায়। পাওনা পরিশোধের বিষয়ে মিলের প্রকল্প প্রধান ও হিসাব বিভাগীয় প্রধানদের সাথে দফা দফায় আলোচনা করেন ৯ রাষ্ট্রায়ত্ব পাটকলে স্ব স্ব সিবিএ নেতারা । মিলের প্রকল্প প্রধান ও হিসাব বিভাগীয় প্রধানরা এক পর্যায়ে সিবিএ নেতাদের জানান যে, শ্রমিকদের ২ সপ্তাহর মজুরী প্রদান করা হবে। এ খবরে মুহুর্তের মধ্যে মিল এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ পরিস্থিতিতে ৯ রাষ্ট্রায়ত্ব পাটকলের সিবিএ -নন সিবিএ নেতারা আজ বৃহসপতিবার সকাল সাড়ে ১০টায় খালিশপুর প্লাটিনাম এমপ্লায়ীজ ইউনিয়ন কার্যালয়ে জরুরী বৈঠকে বসেন। বৈঠকে সভাপতিত্ব করেন রাষ্ট্রায়ত্ব পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের আহবায়ক সরাদার আঃ হামিদ । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাষ্ট্রায়ত্ব পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের যুগ্ম- আহবায়ক সাহানা শারমিন, মোঃ মুরাদ হোসেন, ক্রিসেন্ট মিলের সিবিএ“র সভাপতি মোঃ দ্বীন ইসলাম , প্লাটিনাম মিলের সিবিএ“র সাধরন সম্পাদক মোঃ হুমায়ুন কবির খান, ষ্টার জুট মিলের সিবিএ সভাপতি মোঃ বেল্লাল মল্লিক, সাধারন সম্পাদক আঃ মান্নান, জেজেআই জুট মিলের সিবিএ“র সাবেক সাধারন সম্পাদক মোঃ হারুন আর রশিদ , খালিশপুর জুট মিল ইউনিয়নের সভাপতি আবু দাউদ দ্বীন মোহাম্মদ, ইর্ষ্টান জুট মিলের সিবিএ সভাপতি মোঃ আলাউদ্দীন, শ্রমিক নেতা মোঃ হেমায়েত হোসেন ও মোঃ মিজানুর রহমান। শ্রমিক নেতাদের জরুরী এ বৈঠকে উপস্থিত সকলের সর্বসম্মতি ক্রমে বিক্ষোভ-শ্রমিক সমাবেশ, গেট সভা ও রাজপথে বিক্ষোভ মিছিল সহ ৩ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে, আগামীকাল (শুক্রবার) ১ এপ্রিল সকাল ১০টায় স্ব স্ব মিলের শ্রমিক আবাসিক এলাকায় শ্রমিক সমাবেশ , সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল। আগামি ২ এপ্রিল সকাল ১০টায় স্ব স্ব মিল গেটের সামনে বিক্ষোভ ও গেট সভা। আগামী ৩ এপ্রিল সকাল ১০টায় খালিশপুর, আটরা ও নওয়াপাড়া শিল্প এলাকার রাজপথে বিক্ষোভ মিছিল। এদিকে শ্রমিক মার্চ-এপ্রিল মাসের মজুরী পরিশোধোর জন্য ১১৬ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ পাটকল কর্পোরেশনের চেয়ারম্যান মোঃ আব্দুর রউফ । তিনি বলেন দুপুরে বিজেএমসির ফান্ডে অর্থ ঢুকেছে । রবিবার সকাল থেকে স্ব স্ব মিলের শ্রমিকদের ব্যাংক একাউন্টের মাধ্যমে তাদের মজুরী প্রদান করা হবে। তবে প্রথমে মার্চ মাসের মজুররী দেয়া হবে। এর পর এপ্রিল মাসের হিসাব বিজেএমসিতে আসলে তখন সেই মাসের মজুরীর অর্থ শ্রমিকদের দেয়া হবে বলেও জানান বাংলাদেশ পাটকল কর্পোরেশনের চেয়ারম্যান মোঃ আব্দুর রউফ ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App