×

স্বাস্থ্য

করোনার রোগী ভর্তি ও চিকিৎসায় সমন্বয় করবে স্বাস্থ্য অধিদপ্তর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২০, ০৮:২০ পিএম

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এখন থেকে কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তির ভর্তি ও চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় করণীয় বিষয়ে সমন্বয় করা হবে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সরকারি ও বেসরকারি হাসপাতালে সন্দেহজনক কোভিড-১৯ এর রোগী আসলে তার ব্যবস্থাপনা প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের এক অফিস আদেশে এ কথা জানানো হয়।

অধিদপ্তরের অতিরিক্ত মহা-পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার স্বাক্ষরকৃত ওই আদেশে বলা হয়, সরকারি বা বেসরকারি হাসপাতালে কোন মুমুর্ষু রোগী কোভিড-১৯ আক্রান্ত বলে যদি সন্দেহ হয় এবং কোন কারণে তাকে উক্ত হাসপাতালে ভর্তি করানো সম্ভব না হয়, সেক্ষেত্রে উক্ত রোগীকে অপেক্ষমান রেখে স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ সম্পর্কিত সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষের নিম্নোক্ত চারটি নম্বরের যে কোনটিতে ফোন করে উক্ত রোগীর চিকিৎসা বা ভর্তি সংক্রান্ত বিষয়ে ফলপ্রসু পরামর্শ গ্রহণের জন্য নির্দেশ দেয়া হলো। নিয়ন্ত্রণ কক্ষ থেকে উক্ত রোগীর ভর্তি বা চিকিৎসার বিষয়ে করণীয় সমন্বয় করা হবে। এতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সম্মতি আছে।

সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষ কোভিড-১৯ এর হট লাইন নাম্বার সমূহ : ০১৩১৩-৭৯১১৩০, ০১৩১৩-৭৯১১৩৮, ০১৩১৩-৭৯১১৩৯ এবং ০১৩১৩-৭৯১১৪০।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App