×

আন্তর্জাতিক

স্বাধীনতার পর সর্বোচ্চ অর্থনৈতিক মন্দায় সিঙ্গাপুর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২০, ০২:০৫ পিএম

স্বাধীনতার পর সর্বোচ্চ অর্থনৈতিক মন্দায় সিঙ্গাপুর

সিঙ্গাপুর, ছবি: ইন্টারনেট

স্বাধীনতার পর সর্বোচ্চ অর্থনৈতিক মন্দায় সিঙ্গাপুর

সিঙ্গাপুর, ছবি: ইন্টারনেট

স্বাধীনতার পর সর্বোচ্চ অর্থনৈতিক মন্দায় সিঙ্গাপুর

সিঙ্গাপুর, ছবি: ইন্টারনেট

১৯৬৫ সালে স্বাধীনতা অর্জনের পর থেকে এ পর্যন্ত পরিসংখ্যানে সিঙ্গাপুরের ইতিহাসে সর্বোচ্চ অর্থনৈতিক মন্দা এবছর। দেশটিতে বেকারত্ব আরও বাড়ার এবং মজুরি কমার আশঙ্কা রয়েছে বলে হুঁশিয়ারি জানিয়েছে প্রশাসন।

করোনাভাইরাস মহামারির কারণে চলতি বছরের শুরুর দিকটাই খারাপ যাচ্ছে দেশটির। বুধবার বার্তা সংস্থা রয়টার্স এক খবরে জানয়েছে সিঙ্গাপুরে বেকারত্বের হার বেড়ে হয়েছে ২ দশমিক ৪ শতাংশ, যা গত এক দশকের মধ্যে দেশটির সর্বোচ্চ বেকারত্বের হার।

[caption id="attachment_217794" align="alignnone" width="770"]সিঙ্গাপুর সিঙ্গাপুর, ছবি: ইন্টারনেট[/caption]

জন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, সিঙ্গাপুরে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ১৪ হাজার ৯৫১ এবং মৃত্যু হয়েছে ১৪ জনের। করোনা ভাইরাস মোকাবিলায় আগামী ১ জুন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং অধিকাংশ কর্মক্ষেত্রে বন্ধ রয়েছে দেশটিতে। এর ফলে ২ দশমিক ৩ শতাংশ থেকে বেড়ে ২ দশমিক ৪ শতাংশ হয়েছে বেকারত্বের হার।

[caption id="attachment_217795" align="alignnone" width="688"]সিঙ্গাপুর সিঙ্গাপুর, ছবি: ইন্টারনেট[/caption]

২০০৯ সালের বৈশ্বিক অর্থনৈতিক মন্দার পর সর্বোচ্চ বেকারত্বের সংখ্যা এটি। মহামারির কারণে শ্রমবাজারের অবস্থা আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে বলে হুঁশিয়ারি জানিয়েছে দেশটির সরকার।

দেশটিতে কর্মরত প্রবাসী শ্রমিক ছাড়াই মোট কর্মসংস্থান কমেছে ১৯ হাজার ৯০০টি। ২০০৩ সালের সার্স ভাইরাসের প্রাদুর্ভাবের পর কর্মসংস্থানের সর্বাধিক সঙ্কোচন এটি। উৎপাদন, সেবা ও নির্মাণ খাতে বৈদেশিক কর্মসংস্থান উল্লেখযোগ্য হারে কমেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App