×

জাতীয়

মানসিক চাপে ৯১ শতাংশ শিশু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২০, ১২:০০ পিএম

মানসিক চাপে ৯১ শতাংশ শিশু

শিশু

করোনা ভাইরাসের প্রভাবে চেনা পৃথিবী এক অচেনা রূপ ধারণ করেছে। প্রাণচাঞ্চল্য হারিয়েছে গোটা সমাজ। ভাইরাসের বিস্তার কমাতে শারীরিক ও সামাজিক দূরত্ব বজায় রাখতে লকডাউন চলছে দেশে দেশে। বন্ধ করে দেয়া হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান, শপিংমল, বিনোদনকেন্দ্র থেকে শুরু করে প্রায় সবকিছুই। ফলে মানুষ হারাচ্ছে কর্ম। বাড়ছে দারিদ্র্য। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা। প্রায় ৯১ শতাংশ শিশু ও তরুণ মানসিক চাপে আছে। ইতোমধ্যেই নিজেদের বিচ্ছিন্ন ও নিঃসঙ্গ অনুভব করছে তারা। তবে এত কিছুর পরেও করোনা ভাইরাস প্রতিরোধে অবদান রাখতে চায় তারা। বেসরকারি এনজিও ওয়ার্ল্ড ভিশনের জরিপে এ তথ্য উঠে এসেছে। করোনার সংক্রমণ শিশু ও তরুণদের ওপর কেমন প্রভাব ফেলেছে তা জানতে বিগত ২ মাসে বাংলাদেশসহ উন্নয়নশীল ১৩টি দেশে শিশু ও তরুণদের অংশগ্রহণে ‘চিলড্রেন ভয়েসেস ইন দ্য টাইম অফ কোভিড-১৯’ শিরোনামে এই জরিপ করা হয়। মহামারির সময়ে জীবনে ছন্দপতনের জন্য সরাসরি তিনটি কারণকে উল্লেখ করেছে জরিপে অংশ নেয়া শিশুরা। কারণগুলো হলো- শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়া, সামাজিক দূরত্বের কারণে মানসিক বেদনা এবং পরিবারে দারিদ্র্য বেড়ে যাওয়া। শতকরা ৭১ ভাগ শিশু ও তরুণ বলছে স্কুল বন্ধের কারণে তারা নিজেদের বিচ্ছিন্ন ও নিঃসঙ্গ অনুভব করছে। একই সঙ্গে লকডাউনের শতকরা ৭৫ ভাগ শিশু শারীরিক ও সামাজিক দূরত্বের কারণে মানসিকভাবে চ্যালেঞ্জের মুখে রয়েছে। এছাড়া করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা হারিয়ে ফেলায় শিশু ও তরুণরা অসমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এদিকে যেসব দেশে জরিপ পরিচালিত হয়েছে সেখানে দারিদ্র্য ও বিশুদ্ধ পানির অভাব বিদ্যমান। যা করোনা পরিস্থিতিতে সংকট আরো বাড়িয়ে তুলছে। ফলে শিশুদের উদ্বেগ বাড়ছে। ময়মনসিংহের একটি কলেজের ছাত্র রেজোয়ান বলেন, করোনা পরিস্থিতিতে সবচেয়ে দুশ্চিন্তায় পড়েছি পড়ালেখা নিয়ে। অনেকের স্মার্টফোন না থাকায় অনলাইনে ক্লাস করাও সম্ভব হচ্ছে না। পাশাপাশি বন্ধুদের আড্ডা না দেয়া ও খেলাধুলা করতে না পারায় মনমানসিকতা দুর্বল হয়ে পড়ছে। ঢাকার স্কুলছাত্রী দোলা বলেন, সবসময় করোনায় আক্রান্তের একটি ভয় কাজ করছে। পাশাপাশি স্বাভাবিক জীবন থেমে যাওয়ায় ঘরে বসে থাকতে থাকতে জেলখানা মনে হচ্ছে। ওয়ার্ল্ড ভিশন পার্টনারশিপের এডভোকেসি ও এক্সটার্নাল এনগেজমেন্টের প্রধান ডানা বুজডুসিয়ে বলেন, এই জরিপে দেখা যায়, যদিও করোনা শিশুদের ওপর সন্দেহাতীতভাবে নেতিবাচক প্রভাব ফেলেছে তবুও তাদের কমিউনিটি বা সম্প্রদায়কে সাহায্য করার আকাক্সক্ষা বা ক্ষমতা কোনোটাই কমাতে পারেনি। তাই সমাজের বর্তমান এবং ভবিষ্যতের ইতিবাচক পরিবর্তনের জন্য শিশুর ক্ষমতায়ন বিশেষ প্রয়োজন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App