×

আন্তর্জাতিক

লকডাউন শিথিলে ফাস্টফুডের দোকানে ছুটছে মানুষ

Icon

nakib

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২০, ১১:৩৯ এএম

লকডাউন শিথিলে ফাস্টফুডের দোকানে ছুটছে মানুষ

ফাস্টফুড নিয়ে উচ্ছ্বসিত একটি পরিবার

করোনা ভাইরাস প্রতিরোধ করতে সক্ষম হয়েছে বলে ঘোষণা দিয়ে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডান দেশটি থেকে ১ মাসের দীর্ঘ লকডাউন তুলে নিয়েছে। আর এই সুযোগে দেশটির সাধারণ জনতা দীর্ঘদিন পর বার্গার, ফ্রাই ও কফির স্বাদ নিতে ফাস্টফুডের দোকানগুলোতে হুমড়ি খেয়ে পড়ছে। কয়েক সপ্তাহের কঠোর লকডাউন শিথিল করায় দেশটিতে প্রায় ৪ লাখ মানুষ কাজে যোগদান করেছে। অ্যাকল্যান্ড ও ওয়েলিংটনে ম্যাকডোনালের দোকানের সামনে মানুষের দীর্ঘলাইন দেখা যাচ্ছে। এরআগে গত ২৬ মার্চ থেকে দেশটির প্রায় ৫০ লাখ মানুষ বিশ্বের অন্যতম কঠোর লকডাউনের মধ্যে আটকা ছিল। করোনা ভাইরাসে দেশটিতে মাত্র ১৯ জনের মৃত্যু হয়েছে। যা বিশ্বের সর্বনিন্ম আক্রান্ত দেশের মধ্যে অন্যতম। কঠোর পদক্ষেপ নেয়ায় দেশটিতে মাত্র ১ হাজার ১২২ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App