×

জাতীয়

কারওয়ান বাজারে ১১ দোকানিকে জরিমানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২০, ০১:৩২ পিএম

কারওয়ান বাজারে ১১ দোকানিকে জরিমানা

র‌্যাবের অভিযান

পেঁয়াজ, রসুন ও আদা অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে এমন অভিযোগে রাজধানীর কারওয়ান বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। র‍্যাব সদরদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ বসুর নেতৃত্বে মঙ্গলবার সকাল থেকে এ অভিযান শুরু হয়ে চলে বিকেল পর্যন্ত। সে সময় ১১ দোকানকে জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ভোরের কাগজকে জানান, কিছু মুনাফালোভী এই করোনা পরিস্থিতিতেও সক্রিয়। তারা রমজানকে কেন্দ্র করে প্রতিদিনের রান্নায় অত্যাবশকীয় উপাদান পেঁয়াজ ,রসুন ও আদার দাম বাড়িয়ে দিয়েছে। তারা সরকারের ঠিক করা পাইকারী মুল্য মানছেন না। ফলে খুচরা বাজারে দাম বাড়ছে। এমতাবস্থায় র‍্যাব-৩ এর সহায়তায় অভিযান চালিয়ে ১১ পাইকারী ব্যাবসায়ীকে মোট ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এমন অভিজান ভবিষ্যতেও চলমান থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App