×

খেলা

জার্সির টাকায় কেনা হবে ৪০টি ভেন্টিলেটর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২০, ০৫:৩৭ পিএম

করোনা ভাইরাসে আক্রান্তু মানুষদের সহায়তায় নিজের বিশ্বকাপের ফাইনালের জার্সিটি নিলামে তোলেন ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলার। তার সেই জার্সিটি বিক্রি হয় ৬৫ হাজার ইউরোতে। বাংলাদেশী টাকায় যা প্রায় ৬৮ লাখ টাকা। আর জার্সি বিক্রির টাকা দিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত মানুষদের চিকিৎসায় ৪০টি ভেন্টিলেটর কেনা হবে বলে জানিয়েছেন বাটলার। বিশ্বকাপ নায়ক বাটলার তার টাকাটি দান করেছেন লন্ডনের রয়্যেল ব্রমটন হাসপাতালে। এই হাসপাতালটি বাটলারের দেয়া টাকায় ৪০টি নতুন ভেন্টিলেটর কিনবে।

এ ব্যপারে ব্রিটিশ সংবাদমাধ্যম দি মিররের সঙ্গে বাটলার বলেন, ‘আগামী সপ্তাহে হাসপাতালের কর্তৃপক্ষের কাছে টাকাটি পৌছে যাবে। তারা আমাদের জানিয়েছে এই টাকা দিয়ে তারা ৪০টি নতুন ভেন্টিলেটর কিনবে যা খুব অসাধারণ একটি খবর। এই দুঃসময়ে ন্যাশনাল হেলথ সার্ভিসের সাহায্য দরকার। আর আমার জার্সি বিক্রির টাকা দিয়ে এটি করতে পেরে বেশ দারুণ লাগছে।’

২০১৯ সালে নিজের ঘরের মাটিতে নিউজিল্যান্ডকে সুপার ওভারে হারিয়ে বিশ্বকাপ জয় করে ইংল্যান্ড। আর শেষ বলে মার্টিন গাপটিলকে রান আউট করে ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতান বাটলার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App