×

অর্থনীতি

ইফতার বিক্রির অনুমোদন, জানা নেই জাতীয় কমিটির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২০, ১২:১১ পিএম

দেশের করোনা পরিস্থিতি ক্রমশই জটিল হচ্ছে। তবে এখনো গুরুত্ব দেয়া হচ্ছে না করোনা প্রতিরোধে গঠিত জাতীয় কমিটি। কমিটির চেয়ারম্যান স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেককে না জানিয়ে আবারো নেয়া হয়েছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সোমাবার (২৭ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক নির্দেশনায় জানানো হয়, রাজধানীতে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) থেকে হোটেল-রেস্তোরাঁয় ইফতার সামগ্রী বিক্রি শুরু করতে পারবে। শারীরিক দূরত্ব বজায় রেখে জনগণ ইফতার সামগ্রী কিনতে পারবেন। এছাড়া দোকান-পাট খোলা রাখার সময়সীমাও বাড়ানো হয়েছে। তবে এ সিদ্ধান্ত সম্পর্কে কিছুই জানেন না বলে গণমাধ্যমকে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আর ডিএমপির পক্ষ থেকে বলা হচ্ছে, ইফতারিতে ঢাকার ঐতিহ্য রক্ষা এবং ব্যাচেলরদের কথা বিবেচনা করে সমন্বয়ের মাধ্যমে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে সারাদেশে কার্যত লকডাউনের মাঝে গার্মেন্টস কারখানার শ্রমিকদের ঢাকায় ফেরার বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচানার হয়। কমিটির প্রধান হিসেবে তোপের মুখে পড়তে হয় স্বাস্থ্যমন্ত্রীকে। গার্মেন্টস কারখানা খোলা রাখা, মসজিদে নামাজ কিভাবে হবে, কখন রাস্তা খুলে দেয়া হবে বা বন্ধ রাখা হবে কি না এসব বিষয়েও জাতীয় কমিটির সাথে কোন আলোচনা হয়নি বলে ৬ এপ্রিল আক্ষেপ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেছিলেন, এই জাতীয় কমিটিতে যে সব সিদ্ধান্তগুলো নেয়া হচ্ছে তার কিছুই কমিটির চেয়ারম্যানকে জানানো হয় না। আমাদের থেকে সিদ্ধান্ত না নিলেও অন্তত পরামর্শ তো করতে পারে। আমরা তাহলে আমাদের মতামতটা দিতে পারি। জনস্বাস্থ্যবিদরা মনে করছেন, দেশে করোনা পরিস্থিতি যে ভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে তাতে জনস্বাস্থ্যর বিষয়টিকে এখনো গুরুত্ব দেয়া হচ্ছে না। পাবলিক হেলথ ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোজাহেরুল হক বলেন, আমাদের দেশে এখনো কঠোর ভাবে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য আচরণ বিধি মানা হচ্ছে না। অথচ স্বাস্থ্য বিধি মেনে কারখানার পর ইফতারের দোহাই দিয়ে রেষ্টুরেন্ট চালু হল। আমরা ঘরে ইফতার করতে পারতাম না? এমন সিদ্ধান্ত আত্মঘাতী। যা দেশে সংক্রমণের ঝুঁকি বাড়াবে বলে মনে করেন এই জনস্বাস্থ্যবিদ। করোনা পরিস্থিতি মোকাবেলায় জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি সদস্য স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান মনে করেন করোনা মোকাবেলার কাজে এখনো সমন্বয় হয়নি। যা প্রতিক্ষেত্রেই স্পষ্ট হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App