×

জাতীয়

আলেম-দুস্থদের ইফতার দিচ্ছেন সনজিত দাস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২০, ০২:১২ এএম

আলেম-দুস্থদের  ইফতার দিচ্ছেন  সনজিত দাস

রান্না করা খাবার

আলেম-দুস্থদের  ইফতার দিচ্ছেন  সনজিত দাস

মাদ্রাসার শিক্ষকদের কাছে পৌঁছে দিচ্ছেন ইফতার

আলেম-দুস্থদের  ইফতার দিচ্ছেন  সনজিত দাস
করোনা মহামারিতে সবাই যখন ঘরবন্দী তখন আলেম-ওলামাসহ পথচারীদের কাছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শুকনো ও রান্না করা ইফতার সরবরাহ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস। নীরবে-নিভৃতেই নিজ এলাকা ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বিভিন্ন মসজিদ-মাদ্রাসা ও পথচারীদের মাঝে ইফতারসহ খাদ্য সামগ্রী ভ্যানে করে পৌঁছে দিচ্ছেন। করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই গৌরীপুরের বিভিন্ন অসহায় যারা দিনমজুর, খেটে খাওয়া এই প্রকৃতির মানুষের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিচ্ছেন। এ পর্যন্ত ১৩শ পরিবারের মাঝে খাবারও পৌঁছে দিয়েছেন সনজিত। রমজানেই আরো ৭শ পরিবারকে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়ার প্রস্তুতি নিচ্ছেন। [caption id="attachment_217533" align="aligncenter" width="700"] মাদ্রাসার শিক্ষকদের কাছে পৌঁছে দিচ্ছেন ইফতার[/caption] এদিকে, রমজানের তৃতীয়দিন সোমবার (২৭ এপ্রিল) গৌরীপুর বড় মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের মাঝে শুকনো ইফতার ও রমজানুল মোবারবের উপহার পৌঁছে দেয়া হয়। এসব সামগ্রীর মধ্যে আছে মুড়ি, ছোলা, সেমাই, চিনি, পেঁয়াজ, আলু, শুকনো মরিচ, শুকনো মাছ, তেল, সাবান, বিস্কুট। যেন তারা নিজেরাই বাড়িতে ইফতার তৈরি করে খেতে পারেন। এছাড়া প্রায় দেড়শো অসহায় মানুষের মাঝে রান্না করা সবজি খিচুড়ি আর খেঁজুর পৌঁছে দেন। তার সঙ্গে আরো কয়েকজন দিলে ইফতার শুরু হওয়ার ১ ঘণ্টা আগে একটি ভ্যানে করে এসব খাবারের প্যাকেট রোজাদারদের মাঝে বিতরণ করেন। [caption id="attachment_217535" align="aligncenter" width="700"] প্যাকেট করার শুকনা ইফতারি[/caption] সনজিত চন্দ্র দাস জানান, আমরা গৌরীপুরের বড় মসজিদ থেকে শুরু করেছি ইফতার সামগ্রী বিতরণ করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে প্রাথমিকভাবে আমরা ১৫০ জনের কাছে ইফতার পৌঁছে দিয়েছি। কিন্তু তা পর্যাপ্ত ছিল না। মঙ্গলবার থেকে এ সংখ্যা আরো বাড়িয়ে রান্না করা খাবার আড়াইশো প্যাকেট করা হবে। এছাড়া গৌরীপুর পৌরসভার ৯নং ওয়ার্ডে ১৫ টি, ৬নং ওয়ার্ডে ১ টি, ৪নং ওয়ার্ডে ৮টি, বোকাইনগরের ১নং ওয়ার্ডে অষ্টগড় গ্রামে ৮টি পরিবারকে খাবার সামগ্রী পৌঁছে দিয়েছি। সনজিত আরো জানান, আমরা গৌরীপুরের বন্ধু মহলের নিজেরা উদ্যোগ নিয়ে ২ হাজার পরিবারের তালিকা করেছি। তাদের প্রত্যেকের বাড়িতে খাবার পৌঁছে দেয়ার টার্গেট নিয়েছি। এ পর্যন্ত ১৩শ পরিবারকে বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিতে পেরেছি। ঈদের আগেই বাকি ৭শ পরিবারের মাঝে খাবার সামগ্রী পৌঁছে দেব। আমাদের এ কার্যক্রম ২৮ মার্চ থেকে শুরু হয়েছে। চলবে শেষ রমজান পর্যন্ত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App