×

আন্তর্জাতিক

ফ্রান্সে ১ লাখ ৪০ হাজার চোরাই মাস্ক উদ্ধার

Icon

nakib

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২০, ০১:০০ পিএম

ফ্রান্সে ১ লাখ ৪০ হাজার চোরাই মাস্ক উদ্ধার

মাস্ক

করোনা ভাইরাস মোকাবেলায় বিশ্বব্যাপি চিকিৎসা সামগ্রী নিয়ে সংকট দেখা দিয়েছে। ফ্রান পুলিশ ১ লাখ ৪০ হাজার পিস চোরাই মাস্ক উদ্ধার করেছে। অগ্রধিকার ভিত্তিতে দেশটির চিকিৎসকদেরকে মধ্যে মাস্ক প্রদানের লক্ষ্যে সব ধরণের মাস্ক বিক্রি নিষিদ্ধের পর এটাই সবচেয়ে বড় চোরাই চালান উদ্ধারের ঘটনা।

প্যারিসের নিকটবর্তী সেন্ট ডেনিম থেকে চোরাই এসব মাস্ক বক্সে অনলোড করার সময় ২ জনকে আটক করে পুলিশ। আটকৃত একজন নিজেকে ব্যবসায়ি পরিচয় দিয়ে জানায় ৮০ হাজার মাস্ক নেদারল্যান্ডস থেকে ৮৭ হজার ডলার দিয়ে ক্রয় করা হয়। এসব মাস্ক অনেক দামে বিভিন্ন প্রতিষ্ঠানে বিক্রি অভিযোগ তুলে পুলিশ।

উল্লেখ্য, এর আগেও গত মার্চে ৩২ হাজার চীনা মাস্ক উদ্ধার করা হয়েছিল এবং প্যারিসেই আরও ২৮ হাজার চীনা মাস্কের একটি চালান উদ্ধার করেছিল পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App