×

খেলা

ফুটবল থেকে লকডাউন তুলে নিয়েছে ইতালি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২০, ০১:৫৬ পিএম

ফুটবল থেকে লকডাউন তুলে নিয়েছে ইতালি

ইতালির ফুটবল দল

করোনায় মৃত্যুপুরী ইতালিতে এবার ফুটবল খেলার ওপর থেকে লকডাউন তুলে তুলে নিচ্ছে ইতালি। দেশটির টেলিভিশনে এক ঘোষণায় এ কথা জানান ইতালির প্রধানমন্ত্রী। তবে শুরু হওয়া সেই অনুশীলনে ফুটবলারদের সুনির্দিষ্ট কিছু বিধিবিধান পালন করতে হবে।

এই ঘোষণার ফলে ফুটবলাররা ব্যক্তিগতভাবে অনুশীলনে ফিরতে পারবেন ৪ মে থেকে এবং দলগতভাবে প্রশিক্ষণে অংশ নিতে অপেক্ষা করতে হবে ১৮ মে পর্যন্ত। তবে একক ও দলগতভাবে অনুশীলনের ঘোষণা মিললেও সেরি এ লিগের বাকি ম্যাচগুলো শুরুর ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তারিখ জানানো হয়নি।

ইতালি সরকার ইতোমধ্যে দেশের পার্কগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে মারা গেছে ২৬ হাজারের বেশি মানুষ। মৃতের সংখ্যায় ইউরোপের দেশগুলোর মধ্যে এটাই সর্বোচ্চ সংখ্যা।

করোনাভাইরাসের কারণে গত ৯ মার্চ থেকে ইতালিতে সেরি এ ফুটবল লিগ স্থগিত করা হয়েছে। লিগের এখনো ১২ রাউন্ডের ম্যাচ বাকি আছে। পয়েন্ট তালিকায় ২৬ ম্যাচে সর্বোচ্চ ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্টাস। সমান সংখ্যাক ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ল্যাজিও।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App