×

জাতীয়

চাল আত্মসাতে চেয়ারম্যানসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২০, ১০:৩৪ পিএম

ভিজিএফ'র চাল আত্মসাতের অভিযোগে শরীয়তপুরের এক ইউপি চেয়ারম্যানসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটির ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কমলেশ মন্ডল বাদী হয়ে ফরিদপুর সজেকায় মামলাটি দায়ের করেন।

মামলায় শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম নাসিরউদ্দীন স্বপন, একই ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য মোফাচ্ছেল বেপারী ও  ৯নং ওয়ার্ডের সদস্য শামীম বেপারীকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে কুচাইপট্টি ইউনিয়নের সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির উপকারভোগী কার্ডধারী মৎস্জীবীদের মধ্যে ভিজিএফ'র চাল বিতরণে অনিয়ম-দুর্নীতি ও প্রতারণার আশ্রয় নিয়ে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সরকারের সর্বমোট ১,৫৯০ কেজি ভিজিএফ'র চাল আত্মসাৎ করেন।

আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০ ও ১০৯ ধারাসহ ১৯৪৭ সালের ২ নং দুর্নীতি প্রতিরোধ আইনের  ৫(২) ধারায় মামলাটি দায়ের করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App