×

জাতীয়

কুর্মিটোলা হাসপাতালের বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২০, ০১:২৯ পিএম

কুর্মিটোলা হাসপাতালের বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই

কুর্মিটোলা হাসপাতাল

কুর্মিটোলা হাসপাতালে করোনা আক্রান্তদের চিকিৎসা অব্যবস্থাপনা নিয়ে বেশ কয়েকদিন থেকেই নানা অভিযোগ পাওয়া যাচ্ছে। দিন দিন সেই ক্ষোভ আর অভিযোগ যেন বাড়ছেই। বিভিন্ন গণমাধ্যমে এ হাসপাতালের অব্যবস্থাপন এবং রোগীর স্বজনদের দুর্দশার চিত্র উঠে এসেছে। চিকিৎসা না পেয়ে কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন রোগীর মৃত্যু এবং হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে হাসপাতালের ভেতরে থাকা রোগী ও তার স্বজনরা ক্ষোভ প্রকাশ করেছে। হাসপাতালের কিছু জিনিস ভাঙ্গচুরও করেছেন। রবিবার (২৬ এপ্রিল) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই বিক্ষোভের একটি ভিডিও ভাইরাল হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালে চিকিৎসাধীন এক ব্যক্তি ভোরের কাগজকে জানান তিনি ২১ তারিখ থেকে ওই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এই কয়েক দিনে কোন ডাক্তারের দেখা পান নাই। রুমের সামনে ওষুধ ও খাবার দিয়ে যায়। রোগীরা শ্বাসকষ্টে ছটফট করলেও কেউ কাছে আসে না। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গেছে, হাসপাতালের ভেতরে পিপিই ( ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী) পড়া কয়েকজন লোক চিৎকার চেঁচামিচি করছেন। কেউ বলছিলেন আমাদের জীবনের কোন দাম নাই। ডাক্তার নার্স কেউ আসেন না। এখানে কেউ বাঁচবে না। সবাই মরবে। এমন সব কথা। কথা বলতে বলতে হাসপাতালের নিচে আসছিলেন বিক্ষুব্ধরা। তাদের সাথে যোগ হচ্ছিলেন আরো অনেকে। এর আগে হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর পাঠানো এক ভিডিওতে দেখা গেছে, সেখানে কীভাবে রোগীরা লাইন ধরে কলাপসিবল গেটের বাইরে থেকে খাবার নেয়। সেই রোগীর অভিযোগ ছিলো, বাথরুম প্রচন্ড নোংরা থাকলেও ক্লিনার নেই, হ্যান্ড স্যানিটাইজার নেই, পানি আনতে রোগীদেরকে একতলা নিচে নামতে হয়, চিকিৎসকরা নিয়মিত আসেন না। কোন জটিল রোগীর জন্য কোন চিকিৎসক ডাকারও সিস্টেম নেই, কেননা তারা থাকেন অন্য ফ্লোরে ইত্যাদি ইত্যাদি। সেখানকার একজন চিকিৎসক স্বয়ং জানিয়েছিলো, এক রোগী নাকি বাথরুমে পড়ে মরে ছিলো দীর্ঘক্ষণ! তবে এ বিষয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদের সাথে ফোনে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App